শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার *** জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’ *** টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ *** ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত *** দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স *** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’

অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে আমাজনের সব গাছ, কারণ কী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

জলবায়ু পরিবর্তনের কারণে আমাজন রেইন ফরেস্ট বা চিরহরিৎ বনের সব ধরনের গাছ আগের চেয়ে মোটা হয়ে উঠছে বলে জানা গেছে এক নতুন গবেষণায়। গবেষকেরা বলছেন, বাতাসে কার্বন ডাই-অক্সাইডের (CO2) পরিমাণ বেড়ে যাওয়ায় আমাজনের গাছপালা বেশি পুষ্টিকর পরিবেশ পাচ্ছে। এর ফলে ১৯৭০-এর দশক থেকে শুরু করে প্রতি দশকে গাছের গোড়া ৩ দশমিক ৩ শতাংশ হারে বেড়েছে। তথ্যসূত্র: লাইভ সায়েন্স। 

এক বিবৃতিতে ব্রিটেনের ইউনিভার্সিটি অব লিডসের ট্রপিক্যাল ইকোলজি ও কনজারভেশন বিভাগের অধ্যাপক এবং গবেষণার সহলেখক টিম বেকার বলেন, ‘আমরা আগে থেকেই জানতাম, অক্ষত আমাজন বনের গাছগুলোতে মোট কার্বনের পরিমাণ বাড়ছে। তবে এই নতুন গবেষণা দেখায়, সব আকারের গাছই বড় হয়েছে। অর্থাৎ, গোটা বনেই পরিবর্তন এসেছে।’

এই মোটা হওয়া ‘ভালো খবর’ বলেই মনে করছেন গবেষণার আরেক সহলেখক এবং ব্রাজিলের মাতো গ্রোসো স্টেট ইউনিভার্সিটির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক বিয়াত্রিজ মারিমন। তিনি বলেন, ‘এই গবেষণা দেখায়, আমাজনের গাছপালা জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় অনেক বেশি সহনশীল, যেমনটা আগে ভাবা হতো না।’

তবে আগের গবেষণাগুলো বলছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি আমাজনকে এমন এক চূড়ান্ত সীমার (টিপিং পয়েন্ট) দিকে ঠেলে দিচ্ছে, যেখানে আগামী ১০০ বছরের মধ্যে বনভূমি বদলে যেতে পারে সাভানায়। তবে এর আগেই বর্তমান জলবায়ুর সুবিধা নিয়ে গাছগুলো প্রচুর পরিমাণে কার্বন সংরক্ষণ করছে এবং বড় হচ্ছে আকারে।

গবেষণার জন্য আমাজন রেইন ফরেস্ট-জুড়ে ১৮৮টি প্লট থেকে তথ্য সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। এখানে গাছের ‘বেসেল এরিয়া’ পরিমাপ করা হয়—অর্থাৎ, গাছের গোড়ার ব্যাসার্ধে বনভূমির কতটুকু জায়গা দখল করছে, তা পর্যবেক্ষণ করা হয়। এই পর্যবেক্ষণ শুরু হয় ১৯৭১ সালে এবং চলে ২০১৫ পর্যন্ত। তবে বিভিন্ন প্লটে পর্যবেক্ষণের সময় ছিল ভিন্ন, সর্বোচ্চ একটি প্লটে টানা ৩০ বছর তথ্য নেওয়া হয়।

প্রায় ১০০ জন গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদবিজ্ঞানী নিয়ে গঠিত গবেষক দলটি কয়েকটি সম্ভাব্য ফলাফল মাথায় রেখে গবেষণা পরিচালনা করেন।

এর মধ্যে একটি সম্ভাব্য ফলাফল ছিল ‘উইনারস-টেক-অল’ (বিজয়ীই সব সুবিধা নেবে) অর্থাৎ, শুধু বড় গাছগুলো কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির সুবিধা পাবে। বড় গাছ সূর্যের আলো ও পুষ্টি বেশি পায়, ফলে তারা পরিবর্তিত পরিবেশে টিকে থাকতে পারবে সহজেই।

আরেকটি সম্ভাব্য প্রতিক্রিয়া ছিল ‘কার্বন-লিমিটেড বেনিফিট’। অর্থাৎ, ছোট গাছগুলো বেশি উপকৃত হবে। কারণ তারা পুষ্টিহীন পরিবেশে থাকে। তাই সামান্য উন্নত পরিবেশেই তাদের ওপর বড় প্রভাব পড়ে।

তবে তৃতীয় সম্ভাব্য ধারণাটিই বাস্তবে প্রমাণিত হয়েছে। সেটি হলো—‘বেনিফিটস শেয়ার্ড’। অর্থাৎ, কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির সুফল সব আকারের গাছই ভাগ করে নিয়েছে।

গবেষণা নিবন্ধটি গত বৃহস্পতিবার (২৫ শে সেপ্টেম্বর) ‘নেচার প্ল্যান্টস’ জার্নালে প্রকাশিত হয়।

গবেষণায় দেখা গেছে, এমনকি সবচেয়ে বড় গাছগুলোও ভালোভাবে বেড়ে উঠছে। তবে তারা খরার মতো জলবায়ু সম্পর্কিত দুর্যোগে সাধারণত বেশি ঝুঁকিপূর্ণ। অক্ষত বনাঞ্চলে এরা ভালোই টিকে আছে।

গবেষকেরা সতর্ক করে বলেন, ভবিষ্যতে হয়তো বড় গাছগুলোই বেশি বাড়বে, আর ছোট গাছগুলো হয়তো হারিয়ে যেতে থাকবে। ফলে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রে বড় গাছের একচেটিয়া রাজত্ব চলতে পারে।

গবেষণায় দেখা গেছে, এখনো পর্যন্ত কোনো প্লটে গাছের গোড়ার ব্যাসার্ধ কমেনি, অর্থাৎ কার্বন ডাই-অক্সাইডে বৃদ্ধির সুফল জলবায়ুর নেতিবাচক প্রভাবকে ছাপিয়ে গেছে। তবে গবেষকেরা সতর্ক করেছেন, ভবিষ্যতে তাপমাত্রা ও পানির ঘাটতি এবং দাবানল ও ঝড়ের মতো প্রতিকূলতা বাড়ায় গাছের বৃদ্ধি কমে যেতে পারে এবং মৃত্যুহার বেড়ে যেতে পারে।

তাদের মতে, কার্বন নিঃসারণ কমানো এবং বনভূমিকে অক্ষত রাখা—এ দুটোই আমাজনকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায়।

সহলেখক এসকুইভেল মুলবার্ট বলেন, ‘এই ফলাফল দেখায়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রেইন ফরেস্ট কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

জে.এস/


আমাজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’

🕒 প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250