ছবি: সংগৃহীত
গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা। এর মধ্যে ‘উৎসব’ এখনও চলছে সিনেপ্লেক্সে। বাকিগুলোর প্রেক্ষাগৃহ যাত্রা শেষ হয়েছে বেশ আগেই। এবার ওটিটিতে মুক্তির পালা।
বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ গত ২৪শে জুলাই বিঞ্জে মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। এবার এল ঈদের আরেকটি আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর ওটিটি মুক্তির ঘোষণা।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
জে.এস/
খবরটি শেয়ার করুন