বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির

সেমিফাইনালের টিকিট মিলল ৫ কেজি শুঁটকির বিনিময়ে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ আজ বৃহস্পিতিবার (৮ই মে) নরওয়েজীয় ক্লাব বোডো–গ্লিমট ঘরের মাঠে খেলবে টটেনহামের বিপক্ষে। আর টটেনহামের বিপক্ষে সেই ম্যাচটিতে বোডো/গ্লিমটকে হাতছানি দিচ্ছে প্রথম নরওয়েজীয় ক্লাব হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনাল। খবর রয়টার্সের।

এমন একটি ম্যাচ মাঠে গিয়ে দেখার বাসনা সবার মনেই জাগে। তবে বোডো/গ্লিমটের নিবন্ধিত সমর্থকের সংখ্যা প্রায় ৫০ হাজার হলেও সাধারণ দর্শকের জন্য টিকিট বরাদ্দ মাত্র ৪৮০টি। আর সেই অমূল্য টিকিট না পেয়ে টোরবিয়র্ন এইডা নামের এক বোডো সমর্থক পাঁচ কিলোগ্রাম শুঁটকি মাছের বিনিময়ে শেষ পর্যন্ত ‘কালোবাজার’ থেকে টিকিট কিনেছেন।

নরওয়ের একটি মাছের খামারের প্রোডাকশন ম্যানেজার এইডা ‘বোকনাফিস্ক’ নামে পরিচিত যে শুঁটকির বিনিময়ে টিকিট পেয়েছেন, সেই পাঁচ কেজি শুকনো মাছের দাম আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি।

এ ছাড়া নরওয়ের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সম্প্রচার সংস্থা এনআরকে এইডা বলেছেন, ‘আমরা নরওয়ের সেরা বোকনাফিস্ক তৈরি করি, আর এটা আপনি বোডো সিটিতে পাবেনও না। তাই আমার মনে হলো কারও হয়তো দরকার হতে পারে।’

ওয়েস্টাইন আনেস নামের বোডো সমর্থক পাঁচ কিলোগ্রাম শুষ্ক মাছের বিনিময়ে এইডাকে টিকিট দিয়েছেন। আনেস তার ভাইয়ের কাজ পড়ে যাওয়ায় সেই টিকিটের বিনিময়ে এইডার কাছে থেকে শুঁটকি নিয়েছেন।

এদিকে শুঁটকির বিনিময়ে টিকিট প্রাপ্তির সংবাদ শোনার পর নিলস ওসকাল নামের আরেক ভক্তও একই পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি মাছের পরিবর্তে পাঁচ কিলোগ্রাম রেইনডিয়ারের বা মেরু দেশীয় হরিণের মাংসের বিনিময়ে টিকিট চেয়েছেন।

আরএইচ/

সেমিফাইনাল ইউরোপা লিগ শুঁটকির বিনিময়ে টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন