সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

শিক্ষক-ছাত্রের গল্পের নাটক ‘সম্মান’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

‘সম্মান’ নাটকের শুটিংয়ে জোভান, তারিক আনাম খান ও কেয়া পায়েল। ছবি: নির্মাতার সৌজন্যে

সাধারণত ঈদের আনন্দে কমেডি নাটকের প্রাধান্য দেখা যায়। এসব কমেডি নাটকের মাঝেও প্রায়ই দর্শকের হৃদয়ে দাগ কাটে পারিবারিক বা সম্পর্কের গল্প নিয়ে তৈরি নাটক। তেমনই এক সম্পর্কের গল্প নিয়ে গত শুক্রবার (১৩ই জুন) প্রচারিত হলো নাটক ‘সম্মান’। 

একজন নীতিমান শিক্ষক ও তার প্রতি একজন আদর্শ ছাত্রের সম্মান প্রদর্শনের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। আকবর হায়দার মুন্নার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘সম্মান’ নাটকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। তার ছাত্রের ভূমিকায় ফারহান আহমেদ জোভান। জোভানের বিপরীতে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। মূলত এ তিন চরিত্র নিয়েই এগিয়েছে নাটকের গল্প। এরই মধ্যে নাটকটির ১ মিলিয়নের বেশি ভিউজ হয়েছে।

নির্মাতা তপু খান বলেন, ‘গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটা কাজ করার পরিকল্পনা ছিল আমাদের। জানি এ ধরনের কাজ ভিউ কম পায়। তবে সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা নাটকটি তৈরি করেছি। সে জায়গা থেকে আমরা সফল।’

তিনি বলেন, ‘শিক্ষকের প্রতি ছাত্রের কতটা শ্রদ্ধাশীল হওয়া উচিত, একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত সেই গল্প নিয়েই তৈরি হয়েছে সম্মান। যারা নাটকটি দেখেছেন প্রশংসা করছেন। এটাই আমাদের বড় প্রাপ্তি। বিশেষ করে তারিক আনাম স্যার, জোভান ও কেয়া পায়েলের অভিনয় সবাইকে মুগ্ধ করেছে।’


নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন