বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি *** ‘অন্তর্বর্তী সরকারের আমলে ৪০০ কারখানা বন্ধ, দেড় লাখ শ্রমিক কর্মহীন’ *** নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু *** ইরানে ‘রেজিম চেঞ্জে’র পরিস্থিতি তৈরিতে সুপরিকল্পিত হামলা চালাতে পারেন ট্রাম্প *** শেরপুরে জামায়াতের নেতা-কর্মীরা কেন সব চেয়ার দখল করে রাখল, লাঠিসোঁটা জড়ো করল—প্রশ্ন বিএনপির *** ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের *** ট্রিগারে আঙুল রাখা আছে—ট্রাম্পের ‘ভয়াবহ হামলার’ হুমকির জবাবে ইরান *** শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার *** বাপের জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি: মির্জা ফখরুল

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

বাংলাদেশ চাইলেও ভেন্যু পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি। ছবি: এএফপি

ঠিক এক মাস পরই ভারত-শ্রীলঙ্কায় শুরু হচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তে এসে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, বাংলাদেশ যে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চাচ্ছে, সেই দাবি নাও মেনে নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এমনকি লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের পয়েন্টও কাটা হতে পারে।

নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের খেলতে অসুবিধা হবে বলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে রোববার (৪ঠা জানুয়ারি) চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসি-বিসিবির ভার্চুয়াল সভা হয়েছে। বিসিবিকে আইসিসি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরানো তাদের (আইসিসি) পক্ষে সম্ভব নয়। যদি ভারতে না যায়, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট কাটা যেতে পারে বলে আইসিসি জানিয়ে দিয়েছে বলে ক্রিকইনফোর খবর।

টুর্নামেন্টের প্রথম দিন ৭ই ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ই ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে—‘বি’ গ্রুপে পড়েছে এই পাঁচ দল। শ্রীলঙ্কা আয়োজক হওয়ায় ঘরের মাঠেই গ্রুপ পর্বের চার ম্যাচ খেলবে। তবে অন্য চার দলের ম্যাচগুলোর কিছু অংশ ভারতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলম্বোর প্রেমাদাসা, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি), পাল্লেকেলে—শ্রীলঙ্কার এই তিন ভেন্যুতে হবে বিশ্বকাপ।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম বাদ দেওয়ার পর মূলত বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। ৩রা জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজের নাম ছেঁটে ফেলে কলকাতা নাইট রাইডার্স। পরে জানা গেল, বিসিসিআইয়ের একদম শীর্ষ পর্যায় থেকে বাংলাদেশের বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে। বিসিসিআইয়ের কর্মকর্তারা এই ব্যাপারে কোনো আলাপ-আলোচনাই করেননি। ভারতীয় বোর্ডকে এরপর কীর্তি আজাদসহ অনেক তারকা ক্রিকেটারই ধুয়ে দিয়েছেন।

মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রেক্ষিতে ভারতে ম্যাচ খেলা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে বক্তব্য এসেছে বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টার পক্ষ থেকে। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নির্দেশও দেওয়া হয়েছে। এখন ক্রিকইনফোর প্রতিবেদন সত্যি হলে লিটন-তামিমদের খেলতে হবে ভারতের মাঠেই।

জে.এস/

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250