চার্লিজ থেরন। ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হলিউড। এ ইন্ডাস্ট্রিতে লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে বিভিন্ন সময়ে অনেক অভিনেত্রীই নানা অভিযোগ তুলেছেন। এবার এ বিষয়ে নতুন করে মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন। অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য যার বিশেষ খ্যাতিও রয়েছে। সম্প্রতি হলিউডের অ্যাকশন সিনেমা নিয়ে নারী-পুরুষের মধ্যে যে বৈষম্যমূলক আচরণ করা হয়, সে সম্পর্কে কথা বলেছেন তিনি।
‘ভ্যারাইটি’র এক প্রতিবেদন অনুযায়ী থেরন মনে করেন, স্টুডিওগুলো নারী অভিনেত্রীদের অ্যাকশন ঘরানায় সফলতার জন্য কেবল একবারই সুযোগ দেয়। কিন্তু পুরুষ অভিনেতারা একাধিকবার ব্যর্থ হলেও তারা পুনরায় সুযোগ পান।
এ সম্পর্কে ‘দ্য নিউইয়র্ক টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে থেরন বলেন, ‘হ্যাঁ, এটা কঠিন। নারী অভিনীত অ্যাকশন সিনেমাগুলো পুরুষ অভিনীত সিনেমাগুলোর মতো স্বীকৃতি পায় না। আমার সবসময় মনে হয়, ছেলেরা বিনা খরচে বারবার সুযোগ পান। এটা আমাকে হতাশ করে দেয়, কেননা নারীরা এ সুযোগ পায় না।’
থেরন আরও অভিযোগ করেন, পুরুষ তারকারা বক্স অফিসে ব্যর্থ হলেও নতুন নতুন সিনেমায় কাজ করার সুযোগ পান। কিন্তু নারীরা যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন, তাহলে তারা আর ফিরে আসতে পারেন না। তার ভাষ্য মতে, ‘স্টুডিওগুলো নারীদের ক্ষেত্রে ঝুঁকি নিতে চায় না, কিন্তু সেই একই স্টুডিও ব্যর্থ পুরুষ অভিনেতার ওপর একাধিকবার বাজি ধরতে ঠিকই রাজি থাকে।’
থেরন বর্তমানে নেটফ্লিক্সের অ্যাকশন সিকুয়েল ‘দ্য ওল্ড গার্ড ২’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন। এর আগে তিনি ‘অ্যাটমিক ব্লন্ড’ ও ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর মতো সফল অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন।
খবরটি শেয়ার করুন