ছবি: সংগৃহীত
কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য যে দিনটি হওয়ার কথা ছিল উৎসবের, সেটিই মুহূর্তে পরিণত হয় বিশৃঙ্খলা আর হতাশার গল্পে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসির সংক্ষিপ্ত কলকাতা সফর শনিবার সকালে কার্যত নেমে আসে এক ‘দুঃস্বপ্নে’। সল্টলেক স্টেডিয়ামে মাত্র ২২ মিনিটের উপস্থিতিতেই ক্ষুব্ধ দর্শকদের চাপে ভেঙে পড়ে নিরাপত্তাব্যবস্থা। ক্ষুব্ধ ভক্তরা জানান মন্ত্রী-কর্তারা ঘিরে ধরায় ‘মেসির দেখা’ পাওয়া তো দূরের কথা, পুরো আয়োজনটাই শেষ হয় বিশৃঙ্খলার মধ্য দিয়ে।
সকালেই টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেডিয়ামে। টানেল দিয়ে মেসি বের হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দর্শকদের একাংশ ব্যারিকেড ভেঙে নিরাপত্তা বলয় অতিক্রম করার চেষ্টা করলে শুরু হয় হট্টগোল।
গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাকে। ফলে গ্যালারি থেকে প্রায় ২০ মিনিট মেসিকে দেখাই যায়নি। এ সময় মেসির নাম ধরে স্লোগান দিতে থাকেন ভক্তরা।
মূলত মন্ত্রী-আমলারাই ঘিরে ধরেন মেসিকে। ৭০-৮০ জন মানুষের ভিড়ে তাকে গ্যালারি থেকে দেখা যাচ্ছিল না। নানাভাবে চেষ্টা করেও অপরিস্থিতি স্বাভাবিক করতে হয়নি। এসময় গ্যালারি থেকে একবারের জন্যও দেখা যায়নি মেসিকে।
বিশৃঙ্খলার মাত্রা বাড়তে থাকায় ‘গোট ট্যুর’-এর আয়োজক শতদ্রু দত্ত ও নিরাপত্তাকর্মীরা দ্রুত মেসিকে স্টেডিয়াম থেকে সরিয়ে নেন। একপর্যায়ে দর্শকদের কেউ কেউ পানির বোতল ছুড়ে মারেন, ভাঙচুর হয় ফাইবার গ্লাসের চেয়ার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।
এই আয়োজন দেখতে ৪ হাজার ৫০০ থেকে ১০ হাজার রুপি পর্যন্ত টিকিট কেটেছিলেন দর্শকেরা। কিন্তু বহু দর্শকের অভিযোগ, এত টাকা খরচ করেও মেসির দেখা তো দূরের কথা, ন্যূনতম ব্যবস্থাপনাও পাননি তারা।
ক্ষুব্ধ দর্শক অজয় শাহ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এখানে এক গ্লাস ঠাণ্ডা পানীয়ের দাম ১৫০-২০০ রুপি, অথচ মেসির এক ঝলকও দেখতে পারিনি। মানুষ মাসের বেতন খরচ করে এসেছে। আমি ছেলেকে নিয়ে ৫ হাজার রুপি দিয়ে টিকিট কেটেছি মেসিকে দেখতে, রাজনীতিবিদদের নয়। পুলিশ আর সেনাকর্মীরা সেলফি তুলছিলেন, ব্যবস্থাপনায় ছিল চরম ব্যর্থতা। পান করার পানিও ছিল না।’
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও বলিউড তারকা শাহরুখ খান, সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
জে.এস/
খবরটি শেয়ার করুন