শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বেড়েছে ২৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশি পর্যটকরা ভিসা ছাড়াই বিশ্বের যে ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন, তার মধ্যে মালদ্বীপ একটি। চলতি বছরে দেশটিতে বাংলাদেশি পর্যটক বেড়েছে ২৯ শতাংশ।

গত বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সরকার পরিচালিত প্রতিষ্ঠান মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম শিউরি একথা জানান।

তিনি বলেন, “সাধারণত মালদ্বীপে প্রতি বছর বাংলাদেশ থেকে ২-৩ হাজার পর্যটক ভ্রমণ করেন। তবে গত বছর ভারত ও মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন, যার সংখ্যা ২২ হাজার।

“চলতি বছরের প্রথম ৮ মাসে ২০ হাজার ৮৪০ বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। বর্তমানে মালদ্বীপে আসা পর্যটকদের শীর্ষ ২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬।”

মালদ্বীপে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে পর্যটকদের আগমন বাড়ানোর জন্য দেশটির সমুদ্র সৈকত এবং ল্যান্ডস্কেপে এনেছে বড় পরিবর্তন। নতুন করে পর্যটনশিল্পে এ পরিবর্তন আনায় প্রতিদিনই দেশটিতে ভিড় করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুরা।

আরও পড়ুন: মুসলিম বিশ্বের সবার শত্রু একই: জুমার খুতবায় খামেনেয়ি

পরিবর্তিত এ পর্যটন বাজারের একটি চমক হচ্ছে বাংলাদেশি পর্যটক বেড়ে যাওয়া। এই ঊর্ধ্বমুখী পর্যটকদের প্রবণতা বজায় রাখার জন্য বিপণন প্রচেষ্টা আরো প্রসারিত করা হবে বলেও জানান ইব্রাহিম শিউরি।

ভ্রমণ সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মালদ্বীপে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা থাকায়, তুলনামূলকভাবে বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ করা খুব সহজ।

মালদ্বীপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই দশমিক তিন মিটার। এক হাজার ২০০টি দ্বীপ এবং ২৬টি প্রবালদ্বীপের এই দেশটি পর্যটকদের অন্যতম আকর্ষণ।

এসি/কেবি


মালদ্বীপ-বাংলাদেশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন