সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

'লেনিনের চিন্তা ও সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক'

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৭ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলো নতুন রূপে আবির্ভূত হয়েছে এবং তা মানবজাতির জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তারা বলেছেন, সাম্রাজ্যবাদ সংকটে পড়লেই নতুন নতুন পাঁয়তারা সৃষ্টি করে তার নিয়ন্ত্রণ বজায় রাখতে মরিয়া হয়ে ওঠে। সাম্রাজ্যবাদবিরোধী লড়াই চালাতে গিয়ে লেনিনের কাছে বারবার ফিরে যেতে হয়।

রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২২শে এপ্রিল) বিকেলে ঢাকার পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সিপিবির নেতারা এসব কথা বলেন।  

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান। সভায় আরও বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। এ ছাড়া মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন শংকর আচার্য, বিকাশ সাহা, কল্লোল বণিক প্রমুখ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহ আলম বলেন, লেনিনের চিন্তা ও সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক। সাম্রাজ্যবাদ তার আগ্রাসী থাবা বিশ্বব্যাপী আরও বিস্তৃত করতে চাইছে। বর্তমান সময়ে সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলো নতুন রূপে আবির্ভূত হয়েছে এবং তা মানবজাতির জন্য হুমকিস্বরূপ। সাম্রাজ্যবাদ সংকটে পড়লেই নতুন নতুন পাঁয়তারা সৃষ্টি করে তার নিয়ন্ত্রণ বজায় রাখতে মরিয়া হয়ে ওঠে।

লেনিনের আদর্শ ও বিপ্লবী তত্ত্ব আজও শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে অনন্ত প্রেরণা জোগায় বলে উল্লেখ করেন মুজাহিদুল ইসলাম সেলিম। সাম্রাজ্যবাদ নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের প্রচার ও প্রসার ঘটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশে দেশে সংগ্রাম চলার কথা উল্লেখ করেন অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, নতুন রূপে সাম্রাজ্যবাদ দেশে দেশে বাণিজ্যযুদ্ধ চাপিয়ে দিচ্ছে। সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলো আরও সংহত হয়েছে।

মূল প্রবন্ধে শাহীন রহমান বলেন, সাম্রাজ্যবাদবিরোধী লড়াই চালাতে গিয়ে বারবার লেনিনের কাছে ফিরে যেতে হয়। সে সময়কালের সাথে বর্তমান সাম্রাজ্যবাদ নতুন নতুন উপায়ে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।

এইচ.এস/

লেনিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250