সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতিতে আসছেন তামিলনাডুর অভিনেতা বিজয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

তামিলনাডুর জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র তারকা বিজয় নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। শিগগিরই প্রকাশ্যে আসছে তাঁ দলের নাম। যে দল তৈরি হচ্ছে, তার ২০০ সদস্য এরইমধ্যে বিজয়কেই দলের সভাপতি হিসেবে মনোনীত করেছে।

এর আগেও বহু অভিনেতা, অভিনেত্রী অভিনয়ের সঙ্গেই রাজনীতির আঙিনায় এসেছেন। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে বিজয়ের। 

আরো পড়ুন: সিগারেটে টান দিতেই হার্টবিট বেড়ে গিয়েছিল : হৃতিক

নতুন দলের সদস্যদের মধ্যেই একজন ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা নির্বাচন কমিশনে নিবন্ধন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তৈরি হয়েছে, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছে বলেও জানা গেছে। 

২০২৬ সালে তামিলনাডুতে বিধানসভা নির্বাচন। নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা। যদিও দলের নাম জানা যায়নি এখনও, তবে সূত্রের খবর, দলের নামের মধ্যে কজগম শব্দটি থাকবেই, তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে।

সূত্র : আজকাল

এসি/ আই.কে.জে/




রাজনীতি অভিনেতা বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন