বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

অস্ট্রেলিয়ায় লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়, আবারও ক্ষমতায় আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এ নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লেবার পার্টি এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশজুড়ে ডানপন্থী লিবারেল-ন্যাশনাল জোটের (এলএনপি) বিপরীতে বিপুল ভোট পেয়েছে লেবার পার্টি।

এলএনপি নেতা পিটার ডাটন ডিকসনে নিজের আসনেও গো হারা হেরেছেন। তবে পরাজয় স্বীকার করে জানিয়েছেন, তিনি আলবানিজকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

বিজয়ী বক্তব্যে আলবানিজ বলেন, ‘আশা ও দৃঢ়তা নিয়ে একে অপরের প্রতি বিশ্বাস রেখে আমরা আবারও অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ গড়ার কাজে ফিরে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

এবারের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু ছিল জীবনযাত্রার ব্যয়, ভেঙে পড়া সরকারি স্বাস্থ্যসেবা, নাগালের বাইরে চলে যাওয়া আবাসন ব্যয় এবং দ্বিতীয়বার ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্পের কীর্তিকলাপ।

একই সঙ্গে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ও বামপন্থী গ্রিন পার্টির প্রার্থীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন—বিশেষ করে যদি পার্লামেন্ট ঝুলন্ত হয়ে যায়।

সর্বশেষ খবর অনুযায়ী, এ পর্যন্ত ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে লেবার পার্টি ৮৬টি আসন, এলএনপি জোট ৪০টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১০টি আসন পেয়েছেন। এখন পর্যন্ত বামপন্থী গ্রিন পার্টি কোনো আসন পায়নি। এবারের নির্বাচনে তাদের আগের যে কোনো নির্বাচনের চেয়ে ভালো করার সম্ভাবনা রয়েছে।

এইচ.এস/

অ্যান্থনি আলবানিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250