ছবি: সংগৃহীত
শাহরুখ খান ও কাজলের ‘গেরুয়া’ এখনো বলিউডের ইতিহাসে আলাদা জায়গা দখল করে আছে। রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি, কিন্তু ‘গেরুয়া’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল।
বিশেষ করে পর্দায় শাহরুখ খান ও কাজলের রসায়ন অনেককেই মনে করিয়ে দিয়েছে নব্বই দশকের কথা। সম্প্রতি গানটির কোরিওগ্রাফার ফারাহ খান জানিয়েছেন, ‘গেরুয়া’ নিয়ে অনেক অজানা কথা। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত আশনির গ্রোভারের বাসায় গিয়ে ফারাহ খান সেই অভিজ্ঞতা আবারও শেয়ার করেন। আশনিরের স্ত্রী মাধুরী বলেন, ‘আমরা সম্প্রতি আইসল্যান্ডে গিয়েছিলাম, যেখানে আপনি “গেরুয়া” শুট করেছিলেন।’
ফারাহ তখন রোমাঞ্চিত হয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমরা কি শাহরুখ–কাজলের সেই আইকনিক দৃশ্যটির মতো করে ছবি তুলেছিলে?’ আশনির হেসে জবাব দেন, ‘সিফন শাড়ি তো ছিল না আমাদের কাছে!’
ফারাহ খান আরও জানান, ‘আইসল্যান্ড অত্যন্ত ব্যয়বহুল জায়গা। আমরা মাত্র দুই তারকাকে নিয়ে গানটির শুটিং করেছিলাম, অথচ খরচ হয়েছিল প্রায় সাত কোটি রুপি (প্রায় ১০ কোটি টাকা)।’
আইসল্যান্ডের দক্ষিণ উপকূল, রেইনিসফজারা বিচ, ভেস্ত্রাহর্ন পর্বত আর আগ্নেয়গিরির পটভূমিতে গানে ধরা পড়ে অনন্য ভিজ্যুয়াল সৌন্দর্য। তবে শুটিং ছিল কঠিন।
কাজল স্মৃতিচারণা করে বলেছিলেন, ‘তিনটি জ্যাকেট ও হুডি পরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। ঠান্ডায় ঠোঁট নীল হয়ে যাচ্ছিল, লিপসিঙ্ক করা যাচ্ছিল না।’ শাহরুখ খান যোগ করেছিলেন, ‘আমরা বরফখণ্ডের ওপর শুট করছিলাম, সেখান থেকে যেন পিছলে না যাই, সে জন্য আমাদের বেঁধে রাখা হয়েছিল।’
জে.এস/
খবরটি শেয়ার করুন