শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত

শাহরুখ–কাজলের এক গানেই খরচ হয়েছিল ১০ কোটি টাকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাহরুখ খান ও কাজলের ‘গেরুয়া’ এখনো বলিউডের ইতিহাসে আলাদা জায়গা দখল করে আছে। রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি, কিন্তু ‘গেরুয়া’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

বিশেষ করে পর্দায় শাহরুখ খান ও কাজলের রসায়ন অনেককেই মনে করিয়ে দিয়েছে নব্বই দশকের কথা। সম্প্রতি গানটির কোরিওগ্রাফার ফারাহ খান জানিয়েছেন, ‘গেরুয়া’ নিয়ে অনেক অজানা কথা। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত আশনির গ্রোভারের বাসায় গিয়ে ফারাহ খান সেই অভিজ্ঞতা আবারও শেয়ার করেন। আশনিরের স্ত্রী মাধুরী বলেন, ‘আমরা সম্প্রতি আইসল্যান্ডে গিয়েছিলাম, যেখানে আপনি “গেরুয়া” শুট করেছিলেন।’

ফারাহ তখন রোমাঞ্চিত হয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমরা কি শাহরুখ–কাজলের সেই আইকনিক দৃশ্যটির মতো করে ছবি তুলেছিলে?’ আশনির হেসে জবাব দেন, ‘সিফন শাড়ি তো ছিল না আমাদের কাছে!’

ফারাহ খান আরও জানান, ‘আইসল্যান্ড অত্যন্ত ব্যয়বহুল জায়গা। আমরা মাত্র দুই তারকাকে নিয়ে গানটির শুটিং করেছিলাম, অথচ খরচ হয়েছিল প্রায় সাত কোটি রুপি (প্রায় ১০ কোটি টাকা)।’

আইসল্যান্ডের দক্ষিণ উপকূল, রেইনিসফজারা বিচ, ভেস্ত্রাহর্ন পর্বত আর আগ্নেয়গিরির পটভূমিতে গানে ধরা পড়ে অনন্য ভিজ্যুয়াল সৌন্দর্য। তবে শুটিং ছিল কঠিন।

কাজল স্মৃতিচারণা করে বলেছিলেন, ‘তিনটি জ্যাকেট ও হুডি পরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। ঠান্ডায় ঠোঁট নীল হয়ে যাচ্ছিল, লিপসিঙ্ক করা যাচ্ছিল না।’ শাহরুখ খান যোগ করেছিলেন, ‘আমরা বরফখণ্ডের ওপর শুট করছিলাম, সেখান থেকে যেন পিছলে না যাই, সে জন্য আমাদের বেঁধে রাখা হয়েছিল।’

জে.এস/

কাজল শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250