ডেমোক্র্যাট পার্টির প্রাইমারি বিতর্কে অংশ নেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। ছিব: রয়টার্স
এক দশক ধরে নিউইয়র্কের গভর্নরের দায়িত্ব পালন করা অ্যান্ড্রু কুমো ২০২১ সালে পদত্যাগ করেন। অন্তত ১১ নারীর যৌন হয়রানির অভিযোগের মুখে পড়ে এ সিদ্ধান্ত নেন তিনি। কুমোর বিরুদ্ধে ওই সময় আরও একটি গুরুতর অভিযোগ ওঠে, সেটি হলো নিউইয়র্কের নার্সিংহোমগুলোতে কোভিড-১৯-এ মৃত্যুর প্রকৃত সংখ্যা প্রায় ৫০ শতাংশ কম দেখানো হয়েছে। অথচ মহামারি চলাকালে তার দৈনিক সংবাদ সম্মেলন তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয়। তবে অ্যান্ড্রু কুমো থামতে রাজি নন।
গত মাসে নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে কুমো করুণভাবে পরাজিত হন। বিজয়ী হন রাজনীতিতে নবাগত, নিজেকে ‘ডেমোক্রেটিক সোশ্যালিস্ট’ পরিচয় দেওয়া জোহরান মামদানি। রাজনৈতিক পরিবার থেকে আসা কুমো মনে করেছিলেন, এ প্রার্থিতা তার জন্য সহজলভ্য হবে। সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
প্রতিদ্বন্দ্বীকে আটকাতে পারবেন না, এমন আঁচ করতে পেরে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই কুমো হার স্বীকার করে নেন। কিন্তু গত সোমবার আবারও নির্বাচনী লড়াইয়ে ফেরেন তিনি, এবার একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। জানিয়ে দিয়েছেন, এবার জয়ের লক্ষ্যেই নেমেছেন। খবর মিডল ইস্ট আইেয়র।
দেড় মিনিটের একটি ভিডিওতে ৬৭ বছর বয়সী কুমোকে গ্রীষ্মের নিত্যনৈমিত্তিক পোশাকে দেখা যায়। নিউইয়র্কের রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষের সঙ্গে করমর্দন করছেন তিনি। ভিডিওটি অনেকটাই ৩৩ বছর বয়সী মামদানির সফল প্রচার কৌশলের মতো করেই নির্মিত।
‘আমার প্রতিদ্বন্দ্বী ‘‘মনদানি’’ চটকদার স্লোগান দিচ্ছেন, কিন্তু কার্যকর কোনো সমাধান নেই’, বলেন কুমো। প্রসঙ্গত, প্রাইমারি বিতর্কে তিনি মামদানির নাম বারবার ভুল উচ্চারণ করেছিলেন, এবারও করেন।
কুমো আরও বলেন, ‘আপনারা এমন একজন মেয়র পাওয়ার যোগ্য, যার নিউইয়র্ককে সাশ্রয়ী করে তোলার জন্য অভিজ্ঞতা ও বাস্তবধর্মী পরিকল্পনা আছে।’ এ কথা বলে কুমো মামদানির মূল নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি তার (মামদানি) রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতির দিকেও ইঙ্গিত করেন।
খবরটি শেয়ার করুন