সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

পেতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলেন থাইল্যান্ডের আদালত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক বছরের মাথায় পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেছেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত। এ সিদ্ধান্ত সিনাওয়াত্রার রাজনৈতিক পরিবারের জন্য আরেকটি বড় ধাক্কা। এটি থাইল্যান্ডকেও নতুন এক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। খবর রয়টার্সের।

থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন পেতংতার্ন। ২০০৮ সালের পর তিনি আদালতের রায়ে পদচ্যুত হওয়া থাইল্যান্ডের পঞ্চম প্রধানমন্ত্রী।

আদালতের রায়ে বলা হয়, গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে পেতংতার্ন নৈতিকতা লঙ্ঘন করেছিলেন। ওই কথোপকথনে তাকে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে নতি স্বীকার করতে শোনা গিয়েছিল।

সে সময় দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতের উপক্রম হয়েছিল। এ ঘটনার কয়েক সপ্তাহ পর সত্যিকার অর্থে লড়াই শুরু হয় এবং তা পাঁচ দিন ধরে চলে।

আদালতের এ সিদ্ধান্তের ফলে থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ খুলে গেল। তবে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হতে পারে। কারণ, পেতংতার্নের নেতৃত্বাধীন ফিউ থাই পার্টির রাজনৈতিক ক্ষমতা কমে গেছে। আইনসভায়ও তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করার মতো আসনসংখ্যা নেই। তাই জোটকে টিকিয়ে রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আদালত ৬-৩ ভোটে পেতংতার্নকে পদচ্যুত করার রায় দেন। আদালত বলেছেন, পেতংতার্ন দেশের স্বার্থের আগে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এবং এর মাধ্যমে দেশের সুনাম ক্ষুণ্ন করেছেন। এর ফলে জনসাধারণের আস্থা হারিয়েছে সরকার।

এ রায়ের মধ্য দিয়ে প্রভাবশালী থাকসিন সিনাওয়াত্রার কন্যা ও তার রাজনৈতিক উত্তরসূরি পেতংতার্নের প্রধানমন্ত্রিত্বের সমাপ্তি ঘটল। মাত্র ৩৯ বছর বয়সী পেতংতার্ন ছিলেন রাজনীতিতে নবাগত। এক বছর আগে একই আদালত তার পূর্বসূরি স্রেথা থাভিসিনকে হঠাৎ সরিয়ে দেওয়ার পরই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে পেতংতার্ন দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ এড়ানোর চেষ্টা করছিলেন তিনি।

জে.এস/

প্রধানমন্ত্রী থাইল্যান্ড পেতংতার্ন সিনাওয়াত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন