ফাইল ছবি
যে স্বপ্ন নিয়ে দৈনিক সমকাল পত্রিকা প্রকাশ করেছিলেন তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। তিনি বলেন, ‘সমকাল তৈরি করেছিলাম। কিন্তু আমার সেই স্বপ্ন সফল হয়নি। সত্য কথা লেখা যায় না, বলাও যায় না। এখন যত দিন যাচ্ছে, তত কিন্তু লিখতে পারছি না, বলতে পারছি না।'
তিনি বলেন, 'টকশোতে গিয়ে যদি কোনো কথা বলি, পরে গোয়েন্দা সংস্থাগুলো আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে। পত্রিকায় কোনো নিউজ ছাপানোর আগে বা টেলিভিশনে প্রচারের আগে গোয়েন্দা সংস্থার কাছে আমাদের জবাবদিহি করতে হয়।’
সমকালের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (৬ই ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের টাইমস মিডিয়া ভবনে সমকাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।
তিনি বলেন, ‘আমি মনে করি, যারা আমার সামনে আছেন, আগামী দিনে আপনারা দেশ গড়বেন, দেশের দায়িত্ব নেবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে আপনারা আটকানোর চেষ্টা করবেন না। আমাদের লেখাকে বন্ধ করার চেষ্টা করবেন না। আমাদেরকে বরং ওপেন করে দেন। আমাদেরকেও জবাবদিহির মধ্যে নিয়ে আসেন। আমাদের সব পত্রিকা বা মিডিয়ার, সব খবরই যে সত্যভাবে আমরা প্রকাশ করতে পারি তাও না।'
তিনি বলেন, 'আমাদেরও ভুল-ভ্রান্তি হয়। আপনারা যদি একটা সেল করেন—মিডিয়া সেল। ওই সেল বলুক এ সপ্তাহে এতগুলো নিউজ সরকারের বিপক্ষে গেছে, তার এতগুলো সত্য, এতগুলো সত্য নয়। যেগুলো সত্য, সরকার সেগুলো কারেকশন করবে বা ব্যবস্থা নেবে। আর যেগুলো সত্য নয়, আমরা সেগুলো কারেকশন করব।’
এ কে আজাদ বলেন, ‘এ রকম কয়েক বছর যদি চলতে পারি, তাহলে জুলাই-আগস্টে রাজপথে যারা জীবন দিয়ে গেছেন, যারা আর কোনোদিন ফেরত আসবেব না, স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে গেছেন, একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেয়ার জন্য, অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা এবং শিক্ষা শেষে চাকরির নিশ্চয়তার জন্য—তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব।’
জে.এস/
খবরটি শেয়ার করুন