রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

একটানা বৃষ্টিতে নষ্ট হতে পারে কাঠের আসবাব, কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কয়েকদিনের একটানা বৃষ্টিতে সবারই কমবেশি নাজেহাল অবস্থা। এমনকি ঘরের কাঠের আসবাবও রক্ষা পাচ্ছে না। কাপড়, জুতা সবই নোংরা হচ্ছে। আর ফার্নিচারে ধরছে ছত্রাক। ফার্নিচারের হাল ফেরাতে রইলো সহজ কৌশল।

কাঠের আসবাবের সবচেয়ে বড় সমস্যা ছত্রাকের আক্রমণ। এ থেকে রেহাই পেতে বার্নিশ হতে পারে অন্যতম সমাধান। তাই বছর অন্তত একবার কাঠের আসবাবে করিয়ে নিতে পারেন বার্নিশ। বিশেষ করে বর্ষার আগে। এই সময় বার্নিশ করালে আসবাবও ভালো থাকবে। তাই কাজটি নিয়মিত করলে আসবাব থাকবে নতুনের মতো।

আপনার বাসার কাঠের আসবাব কি সরাসরি ফ্লোরে রাখা। তাহলে সেখান থেকেও বাষ্প উপরে উঠে আসতে পারে। তাই আসবাবের পায়াগুলোর নিচে দিতে পারেন ধাতব কোনকিছু। যা আপনার আসবাবকে রক্ষার করবে।

ফার্নিচার প্রতিদিন মোছা সহজ কথা নয়। কিন্তু বৃষ্টির দিনে কষ্ট হলেও কাজটি করুন। বৃষ্টির দিনে আসবাবে বেশি ধুলা-ময়লা জমতে দেবেন না। কারণ কাঠের আসবাবে এই ধুলা-ময়লা বসে যেতে পারে।

আরো পড়ুন : পূজায় ক্ষীরের সন্দেশ না হলে কি চলে?

আসবাবের ধুলা পরিষ্কার করতে ভেজা কাপড় একেবারেই ব্যবহার করবেন না। তাহলে ছত্রাক দূর তো হবেই না, বরং সমস্যা আরও বাড়বে। নষ্ট হতে পারে আপনার শখের আসবাব।

এই সময় কাঠের আসবাবের পাল্লা আঁটোসাঁটো হয়ে গেলে অনেকে তেল দেন। এই কাজটি মোটেই করবেন না। তাতেও কাঠের আরও বেশি ক্ষতি হয়। ফার্নিচারের এই ধরনের সমস্যা দূর করতে বাজারে বেশকিছু স্প্রে মোম পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন।

কাঠের আসবাব এমন জায়গায় রাখুন, যেখানে পর্যাপ্ত রোদ আসে। খেয়াল রাখবেন বৃষ্টির পানি যেন কোনো ভাবেই কাঠের আসবাবের গায়ে না লাগে।

কোনো কারণে কাঠের আসবাবে পানি লাগলে, সঙ্গে সঙ্গে মুছে নিন। কাঠের আসবাবে পানি বসে গেলে ছত্রাক জন্মানোর সুযোগ বেড়ে যায়। এতে নষ্ট হতে পারে আপনার শখের আসবাব।

এস/কেবি

বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন