মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা *** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার

চুরুলিয়ায় পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে নজরুলের বসতবাড়ি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ার কাজী নজরুল ইসলামের বসতবাড়ি পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হবে। সেখানকার সংগ্রহশালা, প্রমিলা মঞ্চ ও সমাধিস্থলের সংস্কার হবে। নজরুলের জন্মভিটাকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করতে চলতি মার্চ মাসেই এই কাজ শুরু করছে পশ্চিমবঙ্গ পর্যটন দফতর।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে জানান, মার্চ মাসের প্রথম সপ্তাহে কাজ শুরু হবে। জ্যৈষ্ঠ মাসে কবির জন্মদিন উপলক্ষে মেলার আয়োজন হবে। রেজিস্ট্রার বলেন, ‘আমরা চাই, মেলার আগে মঞ্চের কাজ শেষ হয়ে যাক। তাহলে অনুষ্ঠান আয়োজনে সুবিধা হবে।’

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে পূর্বতন চুরুলিয়া নজরুল একাডেমি কবির জন্মভিটাতে কবির বসতবাটিসহ স্থাবর-অস্থাবর সমস্ত কিছু বিশ্ববিদ্যালয়কে দানপত্রের মাধ্যমে হস্তান্তর করে। এরপর ২০২২ সালে কবির জন্মভিটাকে ‘নজরুল তীর্থ’ হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করা হয়।

পশ্চিমবঙ্গ হেরিটেজ় কমিশন নজরুলের বসতবাটি, প্রমিলার সমাধিস্থল, নজরুল সমাধিক্ষেত্র (ঢাকায় নজরুলের সমাধিস্থল থেকে মাটি এনে প্রমিলার সমাধির পাশে মাটি খুঁড়ে রাখা হয়েছে), চুরুলিয়ায় ভট্টাচার্য কালী মন্দির (এখানে নজরুল যেতেন) ও রানিগঞ্জের সিহারসোল রাজ উচ্চ বিদ্যালয়কে (এখানে নজরুল পড়েছেন) হেরিটেজ় ঘোষণা করে। 

১৯৫৮ সালে চুরুলিয়া নজরুল একাডেমি নজরুলের বসতবাড়ি (খড়, মাটির) ভেঙে প্রথমে একতলা ও পরে দোতলা পাকা বাড়ি তৈরি করে একাডেমির কার্যালয় তৈরি করে। পাশে কবিকক্ষ নামাঙ্কিত সংগ্রহশালা (নজরুলের সচিত্র জীবনী দেওয়ালে লেখা, তার ব্যবহার্য বিভিন্ন সামগ্রী আছে), অদূরে প্রমিলা মঞ্চ, তার কাছাকাছি প্রমিলার সমাধিস্থল, নজরুলের সমাধিক্ষেত্র, নজরুল স্মৃতিসৌধ—সব তৈরি করেছে একাডেমি। প্রথম পর্যায়ে নজরুলের পরিবর্তিত বসতবাড়িটি আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হবে। পরে সংগ্রহশালা, প্রমিলা মঞ্চ ও সমাধিস্থলেরও সংস্কার করা হবে।

কবির জন্মভিটা ঘিরে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কবির নাতি অরিন্দম কাজী। পূর্বতন চুরুলিয়া নজরুল একাডেমির প্রাক্তন সভাপতি পিকে দে সরকার সাংবাদিকদের জানান, এর মাধ্যমে নজরুলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। 

কেসি/ এইচ.এস


কাজী নজরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250