বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

জিমে না গিয়েও যেভাবে দ্রুত ওজন ঝরাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ওজন কমাতে কত কিছুই করে থাকেন। কেউবা জিম করেন, কেউ আবার ভরসা রাখেন যোগাসন কিংবা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজে। একই সঙ্গে চলে কড়া ডায়েট। তবে ওজন কমানোর ক্ষেত্রে এতকিছু না করলেও চলবে। প্রতিদিনের জীবনযাত্রায় বেশ কয়েকটি নিয়ম মেনে চললে সহজেই ওজন কমাতে পারবেন। জেনে নিন কী কী-

পর্যাপ্ত পানি পান করুন

প্রতিদিন সঠিক পরিমাণে পানি পান করার বিকল্প নেই। এর ফলে খাবার ঠিকভাবে হজম হবে। শরীরের ভেতরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ অর্থাৎ টক্সিন বেরিয়ে যাবে।

এছাড়া আপনার শরীর হাইড্রেটেড থাকবে। একই সঙ্গে পানির ঘাটতি হবে না। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই অভ্যাস। তাই প্রতিদিন সঠিক পরিমাণে পানি পান করুন।

আরো পড়ুন : শরতে সাজবেন যে রঙের পোশাকে

সময়মতো খাবার খান

অসময়ে খাবার খাবেন না। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর হুট করে একসঙ্গে বেশি খাবার খেয়ে ফেলবেন না। এতে করে ওজন কমার তুলনায় আরও বেড়ে যাবে। দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে ওজন বাড়ে। এছাড়া দেখা দেয় গ্যাসের সমস্যা।

বিশেষ করে সকালের নাশতা বাদ দেবেন না। এক্ষেত্রে খান স্বাস্থ্যকর খাবার। তাহলে সারাদিন এনার্জি পাবেন। আবার একসঙ্গে অনেকটা খাবার খেয়ে পেট ভর্তি করবেন না। ওজন নিয়ন্ত্রণে রাখার মূল মন্ত্রই হলো বার বার অল্প পরিমানে পুষ্টিকর খাবার খাওয়া।

ভাজাপোড়া খাবার একেবারে বন্ধ করুন

জাঙ্ক ফুড, ভাজাভুজি বা ডিপ ফ্রাই করা খাবার এড়িয়ে চলতে পারলেই দেখবেন দ্রুত ওজন কমবে। এসব খাবারই মূলত দ্রুত ওজন বাড়ায়। সারাদিন পাতে এমন কিছু খাবার রাখুন যেগুলো স্বাস্থ্যকর ও পেট ভরিয়ে রাখবে দীর্ঘক্ষণ। এক্ষেত্রে ফাইবারসমৃদ্ধ খাবার রাখুন পাতে।

রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে

প্রতিদিন সঠিকভাবে ঘুমাতে হবে রাতে। ওজন কমাতে হলে রাতে গভীর ঘুম জরুরি। যারা রাতে দীর্ঘক্ষণ জেগে থাকেন অথবা মিডনাইট স্ন্যাকস খান, তাদের মধ্যে ওজন বাড়ার ঝুঁকি বেশি। তাই ওজন কমাতে হলে রাতে গভীর ঘুম জরুরি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/কেবি


ওজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250