সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

হানিমুনে যাবেন? কম খরচে ঘুরে আসুন এই ৩ দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকাল ঘোরাঘুরি এবং বিয়ের জন্য আদর্শ সময়। এ সময় যারা নতুন বিয়ে করছেন, তারা অনেকে ভাবছেন কক্সবাজার, সাজেক বা শ্রীমঙ্গল ঘোরার কথা। কিন্তু এই খরচেই দু’জন মিলে ঘুরে আসতে পারেন বিদেশ। এক লাখ টাকায় ঘুরে আসতে পারেন এমন তিনটি দেশ নিয়ে রইল এবারের আয়োজন। এবার ঠিক করে নিন, কোথায় যাবেন?

সাদা হাতির দেশ থাইল্যান্ড

কম টাকায় ঘোরাঘুরির কথা বললেই, সবার আগে মাথায় আসে ভারতে কথা। তারপর রয়েছে সাদা হাতির দেশ থাইল্যান্ড। প্রাকৃতিক রূপলাবণ্যে ভরপুর থাইল্যান্ড দক্ষিণপূর্ব এশিয়ার একটি পর্যটন বান্ধব দেশ। আর বাজেট ট্রাভেলারদের কাছে থাইল্যান্ডের জনপ্রিয়তা অনেক বেশি। তাই ভ্রমণের এই স্বর্গের রাজ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা ছুটে যান। পর্যটন বান্ধব দেশ হিসেবে থাইল্যান্ডের বেশ সুনাম রয়েছে। চাইলে দুজন মিলে এক লাখ টাকা বাজেটের মধ্যে থাইল্যান্ডেও ঘুরে আসতে পারেন। জানুয়ারি থেকে ই-ভিসা চালু হওয়ায়, এখান আর ভিসা পেতেও বেগ পেতে হবে না। তবে কম দামে টিকিট পেতে হলে আগেভাগে চেষ্টা করতে হবে। ছুটির দিন ছাড়া অন্য দিনগুলো বেছে নিন, তাহলে কম দামে পেতে পারেন টিকিট। এখানে বিলাসবহুল হোটেল যেমন পাবেন, তেমনি আবার কম দামের মধ্যে থাকার ব্যবস্থাও আছে। 

আরো পড়ুন : বান্দরবানে কম খরচে থাকতে পারবেন যেসব হোটেলে

হিমালয় কন্যা নেপাল

ভ্রমণ পিয়াসুদের জন্য আর একটি জনপ্রিয় দেশ হতে পারে নেপাল। স্বচক্ষে হিমালয় দেখতে খুব বেশি কষ্ট বা খরচ করতে হবে না। শুধু একটা নেপালের ফ্লাইটের টিকিট কেনে নিলেই হবে। বাংলাদেশিরা নেপালে পা রেখেই ভিসা পেতে পারেন, তাই বাড়তি ঝামেলা পোহাতে হয় না। শুধু আগেভাগে একটা ফরম পূরণ করে রাখলেই হয়। এখানে এসে পেয়ে যাবেন অনারাইভাল ভিসা। আগে ভাগে কাটলে ৫০-৬০ হাজার টাকায় যাওয়া আসার টিকিট পেয়ে যাবেন। আপনি চাইলে কম খরচে থাকা-খাওয়ার বন্দোবস্ত করে ঘুরে আসতে পারেন পোখোরা বা নাগরকোট। রাফটিং বাঞ্জিংজাম্প কিংবা পৃথিবীর সেরা কিছু পর্বত আরোহণ, সবই পেয়ে যাবেন নেপালে। এসব অ্যাডভেঞ্চার অবশ্য এক লাখ টাকা বাজেটের মধ্যে দুজন মিলে করা সম্ভব।

সুন্দর দেশ মালয়েশিয়া

কম খরচে বিদেশ ভ্রমণের পরের স্থানে রয়েছে মালয়েশিয়া। পর্যটনের আরেকটি স্বর্গরাজ্য মালয়েশিয়া। রঙিন শহরে জীবন, নীল সমুদ্র সৈকত, কী নেই সেখানে। একটু হিসেব করে খরচ করলে লাখ টাকার মধ্যে খুব সহজে দেশটিতে ঘুরে আসতে পারেন দুজন। রাজধানী কুয়ালালামপুরে থাকতে চাইলে কম খরচে হোটেলও পেয়ে যাবেন। স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত মালয়েশিয়ায় খাবারের খরচও খুব বেশি না। তাই এক লাখ টাকা বাজেটের মধ্যে চাইলে দুজনে মিলে মালয়েশিয়াও ঘুরে আসতে পারেন।

এস/ আই.কে.জে/  

হানিমুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন