সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

এ কেমন ইরফান সাজ্জাদ!

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বেশ কিছু চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। আসন্ন ঈদুল আজহায় আবারও এ অভিনেতার দেখা মিলছে বড় পর্দায়। মুক্তি পেতে যাচ্ছে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘আলী’।

গতকাল রোববার (২৫শে মে) প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। এ ছবিতে নামভূমিকায় রয়েছেন ইরফান সাজ্জাদ।

পোস্টারে দেখা যায়, এলোমেলো তার চুল। চোখ দুটি রক্তাক্ত, যেখানে প্রতিশোধের নেশা স্পষ্ট। চোখের নিচে ক্ষত চিহ্ন। শরীরে তামাটে রঙ। ছিটকে পড়ছে আগুনের ফুলকি।

ফার্স্টলুক শেয়ার করে সামাজিকমাধ্যমে অভিনেতা লিখেছেন, ‘আসছে…।’ তাকে এমন ভয়ঙ্কর রূপে আগে কখনও দেখেননি তার অনুরাগীরা।

ইরফান বলেন, ‘এটা এমন একটি চরিত্র যা সবাই করতে চাইবে না। কারণ, এই চরিত্রটি কথা বলতে পারে না! এক কথায়, বাকপ্রতিবন্ধী। সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধীও। সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে। পোস্টার প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন, সাহস দিচ্ছেন। খুব ভালো লাগছে।’ 

সব ঠিক থাকলে কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে আলী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন বিপ্লব হায়দার নিজেই। প্রযোজক হিসেবে রয়েছেন তাজুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৬ সালে মুক্তি পায় ইরফান সাজ্জাদের প্রথম সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’। পরের বছর প্রেক্ষাগৃহে আসে ‘ভালোবাসা এমনই হয়’। এ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। গত বছরের শেষদিকে মুক্তি পায় ইরফান অভিনীত সিনেমা ‘ভয়াল’। পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেতার ‘ফুটবল ৭১’। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন