শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা *** কাশ্মীরের সবচেয়ে আলোচিত বিচ্ছিন্নতাবাদী ছিলেন ভারতীয় গুপ্তচর—বিস্ফোরক দাবি *** গাজাগামী সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিকেও আটক করল ইসরায়েল *** ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একটু হলেই গুরুতর সড়ক দুর্ঘটনার মুখে পড়তে বসেছিল তাকে বহনকারী গাড়ি। তবে চালক দ্রুত ব্রেক কষায় জোরে ঝাঁকুনি দিয়ে থেমে যায় গাড়িটি। এসময় আঘাত পান মুখ্যমন্ত্রী। কপাল ফেটে রক্ত বেরোয় তার। এর জন্য অবশ্য হাসপাতালে যাওয়া লাগেনি। 

পরে কপালে ব্যান্ডেজ লাগিয়েই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে নিজেই জানান দুর্ঘটনার কথা।

জানা যায়, বুধবার (২৪শে জানুয়ারি) বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা শেষ করে গাড়িতে চড়ে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। তাকে বহনকারী গাড়িটি জিটি রোডে ওঠার মুখে আরেকটি গাড়ি দ্রুত তাদের সামনে চলে আসে। এসময় জোরে ব্রেক কষেন মমতার গাড়ির চালক। সেই ঝাঁকুনিতেই কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী। তবে হাসপাতালে না গিয়ে ওই অবস্থাতেই কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

দুর্ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, আজ মরেই যেতাম। মানুষের আশীর্বাদে বেঁচে গেছি।

তিনি বলেন, একটা গাড়ি হঠাৎ ঢুকে পড়েছিল। ভালোভাবে দেখতে পাইনি। গাড়িটা ২০০ কিলোমিটার বেগে যাচ্ছিল। আমাদের প্রায় ধাক্কাই মেরে দিয়েছিল। আমার গাড়ির চালক বুদ্ধিমানের কাজ করেছে। দ্রুত ব্রেক কষেছে। না হলে মরেই যেতাম। মাথায় আঘাত লেগেছে। রক্ত পড়েছে। এখনো ফুলে আছে। এই নিয়েই কাজ করে যাচ্ছি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ড্যাশবোর্ড মাথায় লেগেছে। আমার গাড়ির কাচ খোলা ছিল। কাচ বন্ধ থাকলে ভেঙে চুরমার হয়ে যেতো।

আরও পড়ুন: এক মাস যুদ্ধবিরতির পথে এগোচ্ছে ইসরায়েল-হামাস

তবে হাসপাতালে যাচ্ছেন না মমতা। তিনি বলেন, মাথা টনটন করছে। ওষুধ খেয়েছি। এবার বাড়ি যাবো।

এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, আমার মনে হয়, এটি পুলিশ তদন্ত করে দেখুক। এর আগে আমি কোনো মন্তব্য করতে চাই না।

গত বছর জুন মাসে জলপাইগুড়ি থেকে সভা শেষ করে হেলিকপ্টারে চড়ে কলকাতায় ফিরছিলেন মমতা ব্যানার্জী। সেই সময় খারাপ আবহাওয়ার জন্য তার হেলিকপ্টারটি জরুরি অবতরণের প্রয়োজন হয়। সেবক এয়ারবেসে সেই হেলিকপ্টারের জরুরি অবতরণ করানো হয়।

কপ্টার নামার সময় পায়ে এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। হাঁটুতে আঘাত লেগে পায়ের লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয় তার। এরপর বাড়িতে থেকেই বেশ কিছুদিন চিকিৎসা চলে মমতার। 

সূত্র: আনন্দবাজার

এসকে/ 

পশ্চিমবঙ্গ দুর্ঘটনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250