ছবি: সংগৃহীত
এ বছর ১লা বৈশাখের শোভাযাত্রায় ফিলিস্তিন নিয়ে গান ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ গাওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ বুধবার (৯ই এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘ফিলিস্তিন নিয়ে গাওয়া এ গান এবারের শোভাযাত্রার গুরুত্বপূর্ণ সংযোজন। দেশের রক মিউজিশিয়ানরা শোভাযাত্রায় গান গাওয়ার উদ্যোগ নিয়েছেন। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। কারণ, আমি বিশ্বাস করি- এ কাজ রক মিউজিশিয়ানরা ছাড়া কারও পক্ষে সম্ভব হতো না।’
বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ সম্পর্কে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতির কারণে বিভিন্ন জাতিগোষ্ঠীর ভেতরে দূরত্ব তৈরি হয়েছে। কালচারাল হিলিং ও কালচারাল ইনক্লুসিভনেসের মাধ্যমে তা দূর করার চেষ্টা করা হচ্ছে। শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জনগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে।’
ফারুকী আরও বলেন, ‘২০০ গিটারিস্ট নিয়ে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গান পরিবেশন করবে বামবা।’ এ সময় ঢাকা ও আশেপাশের এলাকায় যারা গিটার বাজান, রিদম প্লে করেন, তাদের ফিলিস্তিনের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের আহবান জানান উপদেষ্টা।
শোভাযাত্রা কখন শুরু হবে কোন রুটে যাবে, শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ থাকবে নাকি অন্য কোনো নামকরণ হবে, তা আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানাবে বলে জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।
আরএইচ/এইচ.এস
খবরটি শেয়ার করুন