সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান *** গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে 'তুলনা' করলেন ফরাসি রাষ্ট্রদূত *** শ্রীলঙ্কাকে উড়িয়ে সমতায় ফিরল বাংলাদেশ *** বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল ভেঙে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণকাজের উদ্বোধন কাল *** শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ *** মোসাদের হয়ে কাজ করতেন যৌন অপরাধী এপস্টেইন: কার্লসন *** মিয়ানমারে উলফার ক্যাম্পে ভারতের ড্রোন হামলার অভিযোগ, প্রতিশোধের হুমকি সংগঠনটির *** যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই *** নিবন্ধন স্থগিত হলেও ‘নৌকা’ আওয়ামী লীগেরই *** ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, বেঁচে যান অল্পের জন্য

চার বছর পর জাস্টিন বিবারের ষ্টুডিও অ্যালবাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজের অসুস্থতা, ব্যক্তিগত নানা ঝামেলায়  অ্যালবাম প্রকাশ থেকে দূরে ছিলেন পপ মিউজিক দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র জাস্টিন বিবার। অবশেষে ভক্তদের চমকে দিয়ে সঙ্গীতে রাজকীয় প্রত্যাবর্তন হলো তার। চুপিচুপি শেষ করেছেন আস্ত একটি নতুন অ্যালবামের কাজ।  কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল শনিবার (১২ই জুলাই) তা প্রকাশ করলেন কানাডীয় এ গায়ক। এর শিরোনাম ‘সোয়্যাগ’। এখানে রয়েছে ২১টি গান। খবর বিবিসির।

জানা গেছে, ‘সোয়্যাগ’-এ ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান রয়েছে, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রামের গল্প। অ্যালবামটিতে বিবারের সঙ্গে কাজ করেছেন সেক্সি রেড, ক্যাশ কোবেইন ও গানার মতো র‌্যাপাররা। অ্যালবামের দৈর্ঘ্য প্রায় এক ঘণ্টা। চার বছর পর তার নতুন অ্যালবাম প্রকাশে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে গায়ককে শুভকামনা জানিয়েছেন। ব্যক্তিগত জটিলতা কাটিয়ে গানে ফেরার জন্য অভিনন্দন জানিয়েছেন। 

সাম্প্রতিক মাসগুলোয় পাপারাজ্জিদের হস্তক্ষেপ নিয়ে সামাজিকমাধ্যমে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন বিবার। বাবা দিবসে আলোকচিত্রীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আমি এখন বাবা, একজন স্বামী; এটা আপনারা বুঝতে পারছেন না। ’ সে ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। বিষয়টি উঠে এসেছে অ্যালবামের ‘বাটারফ্লাইজ’ গানে। 

ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে বিবারকে দেখা গেছে স্ত্রী হেইলি বিবার ও তাদের সন্তানকে নিয়ে হাজির হতে। গানের সঙ্গে পারিবারিক চিত্রও আলোচনায় এসেছে। মনে করা হচ্ছে, ছবিটি প্রকাশ করে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন থামালেন এই গায়ক।

জে.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন