ছবি: সংগৃহীত
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় জল বেশ ঘোলা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠিতে বিসিবি লিখেছে, নিরাপত্তা ঝুঁকিতে ভারতে খেলবে না বাংলাদেশ।
ম্যাচগুলো তাই শ্রীলঙ্কায় নেওয়ার দাবি রেখেছে বাংলাদেশ। জবাবে এখন পর্যন্ত কিছু জানায়নি আইসিসি। এর মধ্যেই আজ সোমবার (৫ই জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার। সম্প্রচার না করার বিষয়টিকে সমর্থন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট।
যেখানে বাংলাদেশের খেলোয়াড়ের সম্মান নেই সেই খেলা দেখার দরকার নেই বলে জানিয়েছেন পাইলট।
সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই চ্যানেল বা খেলা আমাদের দেখারও দরকার নেই। আমি মনে করি, আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখানো হবে না। আমি এটা গ্রহণ করেছি যে এটা (আইপিএল) দেখবই না। যখন আপনি আমাদের একজন নাগরিককে অসম্মান করেন, আমাদের সেই টুর্নামেন্ট বর্জন করা উচিত।'
মোস্তাফিজকে এভাবে বাদ দেওয়ার বিষয়টা মানতে পারছেন না পাইলট। সাবেক উইকেটরক্ষক-ব্যাটার ও অধিনায়ক বলেছেন, ‘দেখুন, সবচেয়ে বড় ব্যাপার যে ইস্যু দেখিয়ে মোস্তাফিজকে পাঠিয়েছেন, সেটা কিন্তু বোধগম্য না। পারফরম্যান্সের কারণে হতে পারত। সে ভালো পারফর্ম করছে না দেখে তাকে ছেড়ে দিয়েছে। কোনো কিছু না দেখিয়ে আপনি পাঠিয়েছেন। আমাদের নাগরিকদের কিন্তু এটা স্পর্শ করেছে। দিনশেষে আমাদের স্বার্থটা দেখতে হবে।’
খবরটি শেয়ার করুন