বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাফিক ব‍্যবস্থাপনায় যুক্ত হলেন ৬০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে ট্রাফিক ব‍্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। এতে ট্রাফিক ব‍্যবস্থায় দৃশ‍্যমান পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রোববার (২৪শে নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তাদের এ দায়িত্বে যুক্ত করা হয়।

এ সময় যুক্ত হওয়া শিক্ষার্থীদের মধ‍্যে ট্রাফিক পোশাক, ছাতাসহ নানা ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়। এর আগে এসব শিক্ষার্থীকে ট্রাফিক সিস্টেম বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা চলতি ট্রাফিক সপ্তাহে নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠে কাজ করবেন।

আরও পড়ুন: সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও সাবেক এমপি গোলাপ কারাগারে

ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশফাকুর রহমান বলেন, ‘নিজেদের জীবন দিয়ে শিক্ষার্থীরা ফ‍্যাসিজম থেকে দেশকে মুক্ত করেছেন এবং এই আন্দোলনকে সফল করেছেন। দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের কোনও বিকল্প নেই।’ তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব‍্যবস্থা গড়ে উঠবে বলে প্রত‍্যাশা করেন।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশফাকুর রহমান, পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রট লুতফুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/ 

ট্রাফিক ব‍্যবস্থাপনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250