সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে : অনন্যা পাণ্ডে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম ব্যস্ত অনন্যা পাণ্ডে। আদিত্যের সঙ্গে ব্রেকআপের পর থেকে এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িছেন অনন্যা। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতেও তাদের দু’জনকে একসঙ্গে দেখা গেছে এবং সেখান থেকেই তাদের ডেটিংয়ের গুঞ্জন শুরু হয়।

এবার এক সাক্ষাৎকারে বিয়ে ও সন্তান নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান এ প্রশ্ন করা হলে অনন্যার ভাষ্য, ‘এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে সুখী বিবাহিত জীবনে দেখতে চাই। আমার নিজস্ব বাড়ি প্রয়োজন, সন্তান নেওয়ার পরিকল্পনাও রয়েছে।’

আরো পড়ুন : অস্কার দৌড়ে ‌‘সেরা ছবি’ বিভাগে এই প্রথম বাংলা সিনেমা

অনন্যা কাজের পরিসর সম্পর্কে বলেন, ‘এই মুহূর্তে আমি পুরোপুরি কাজের দিকে মনোনিবেশ করছি এবং আমার কাজেও উন্নতি করেছি।’

প্রসঙ্গত, ২০১৯ সালে ২১ বছর বয়সে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার ২’-এর মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন অনন্যা। এ সিনেমায় টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া ছিলেন সহ-অভিনেতা।

এস/ আই.কে.জে/ 



অনন্যা পাণ্ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন