বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

বলুন তো দেখি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কে?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তির নাম সুলতান কোসেন। তিনি তুর্কির এক ছোট্ট শহর মার্দিনের বাসিন্দা। তার বয়স ৪২। সুলতানের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি অর্থাৎ ২৫১ সেন্টিমিটার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে তিনি নাম লিখিয়ে ফেলেছেন।

১৫ বছর ধরে সুলতানের এই রেকর্ড ভাঙতে পারেনি কেউ। তিনি প্রথম ২০০৯ সালে এই রেকর্ড করেছিলেন। তার হাতের পরিমাপ ২৭.৫ সেন্টিমিটার এবং পা ৩৬.৫ সেন্টিমিটার। সেই সুবাদে বিশ্বের জীবিত মানুষের মধ্যে তার হাত সবচেয়ে বড়।

সুলতান বিশ্ব রেকর্ডের অধিকারি হলেও তার বিড়ম্বনার শেষ নেই। সাধারণ বাসে যাতায়াত করতে পারেন না। কারও বাড়ি যেতে পারেন না। কারণ সাধারণ মাপের দরজা দিয়ে তিনি ঢুকতে পারেন না। সাধারণ জামা-কাপড়-জুতা তার শরীরে আঁটে না। বিমানে যাতায়াত করতে গেলে তাকে কাটতে হয় ফার্স্ট ক্লাসের টিকিট।

আরো পড়ুন : পানির ওপর ৩৩ কিলোমিটার বাইক চালিয়ে বিশ্বরেকর্ড করলেন যুবক!

১৯৮২ সালে সুলতানের জন্ম। কী কারণে তিনি এতটা লম্বা? জানা যায়, তার মস্তিষ্কের পিট্যুইটারি গ্ল্যান্ডে একটি ছোট্ট টিউমার রয়েছে। এই টিউমারের কারণেই তার এহেন দৈত্যাকার আকৃতি। ক্রমবর্ধমান উচ্চতাকে আটকে রাখতে তিনি আমেরিকাও যান চিকিৎসা করাতে।

তবে সুলতানের জীবনে কষ্টও কিন্তু কম নয়! এহেন উচ্চতার জন্য ছোট থেকে কেউ তার সঙ্গে বন্ধুত্ব করত না। খাটে ঘুমোলে পা বাইরে ঝুলে থাকত। ছোট থেকেই সহজে কোথাও যাতায়াত করতে পারতেন না, কারণ তিনি কোনো গাড়িতেই আঁটতেন না। তবে হার মানেননি সুলতান। পৃথিবীর ১২৮টা দেশ ঘুরে ফেলেছেন এরই মধ্যে।

জীবনসঙ্গিনী খুঁজে পেতেও কম বেগ পেতে হয়নি সুলতানকে। উচ্চতার জন্য কেউ তাকে বিয়ে করতে চাইতেন না। শেষমেশ যিনি সুলতানকে স্বামী হিসেবে বেছে নিলেন, তিনি কেবল আরবি ভাষায় কথা বলতে পারেন। তুর্কি ভাষা বোঝেনও না, বলতেও পারেন না। তবে সুলতানের সঙ্গে মনের মিল হয়েছে বেশ, তাই তো সুখে শান্তিতে সংসার করছেন তারা।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

এস/ আই.কে.জে/


লম্বা মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250