ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ-আমিনবাজার গ্রিড বিপর্যয়ের ঘটনায় আট সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরী। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ রোববার (২৭শে এপ্রিল) সচিবালয়ে এ বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গত শুক্রবার (২৫শে এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে জাতীয় গ্রিডের গোপালগঞ্জ-আমিনবাজার ৪০০ কেভি সঞ্চালন লাইনে বিপর্যয় দেখা দিলে খুলনা, যশোর ও ফরিদপুরসহ ওই অঞ্চলের ১০ জেলা বিদ্যুৎহীন হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে গ্রিডে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। রাতের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়।
গ্রিড বিপর্যয় কেন হলো, সেটা খতিয়ে দেখতে এ কমিটি গঠন করা হয়েছে। বিপর্যয়ের ঘটনায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় রয়েছে কী না এবং ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ করবে কমিটি। প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কমিটিতে ‘কো-অপ্ট’ বা অন্তর্ভুক্ত করা যাবে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন