সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

কম দামে ফ্লাইট বুকিংয়ের সেরা ওয়েবসাইট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ পূর্বাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

প্রতীকী ছবি

বিদেশ ভ্রমণের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিষয়—কম দামে ফ্লাইটের টিকিট পাওয়া। একই গন্তব্যের জন্য একেকটি ওয়েবসাইটে একেক রকম ভাড়া দেখায়। আলাদা এয়ারলাইনসের ওয়েবসাইট ঘুরে দেখা অনেক সময়সাপেক্ষ। তা অনেকের পক্ষে সম্ভব না-ও হতে পারে। তবে এখন এমন কিছু ওয়েবসাইট রয়েছে, যেখানে একসঙ্গে অনেক এয়ারলাইনসের ভাড়া তুলনা করা যায় এবং একই প্ল্যাটফর্ম থেকে বুকিংও সম্পন্ন করা সম্ভব।

এ বছরের কার্যকর ও জনপ্রিয় পাঁচটি ফ্লাইট বুকিং সাইট সম্পর্কে জেনে নিন। প্রায় ১৫টি ওয়েবসাইট বিশ্লেষণ করে মূলত সাশ্রয়ী টিকিট পাওয়া, বুকিং সুবিধা, ভাড়ার পূর্বাভাস, ফিল্টার অপশন এবং গ্রাহক সুরক্ষা নীতির ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। খবর ফোর্বসের।

ব্যতিক্রমী রুটে সাশ্রয়ের সম্ভাবনা Kiwi.com

বাজারের প্রচলিত বুকিং সাইটগুলোর তুলনায় কিউই ডটকম আলাদা অবস্থান তৈরি করে নিয়েছে এরই মধ্যে। এটি একাধিক এয়ারলাইনসের ফ্লাইট মিলিয়ে এমন ভ্রমণপথ দেখায়, যা সাধারণ রুটের চেয়ে অনেক সাশ্রয়ী। তবে এই ‘সেলফ ট্রান্সফার’ রুটে যাত্রীকে নিজ দায়িত্বে লাগেজ সংগ্রহ ও পরবর্তী ফ্লাইটে চেক-ইন করতে হয়।

একটি ফ্লাইট দেরি করলে পরেরটি মিস হলেও এয়ারলাইনস কোনো দায় নেয় না। সাইটটির ‘নোমেড’ টুল ব্যবহার করে একাধিক গন্তব্য ঘোরার জন্য স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে সাশ্রয়ী রুট বের করে নেওয়া যায়। নির্ধারিত ফি দিয়ে টিকিটের দাম লক করার এবং ফ্লাইট পরিবর্তনের ক্ষেত্রে বিকল্পব্যবস্থা পাওয়ার সুযোগও রয়েছে।

নির্ভরযোগ্য বুকিংয়ের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম Expedia.com

এক্সপেডিয়া বিশ্বজুড়ে পরিচিত একটি ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম হিসেবে। এটি সাধারণত ঝুঁকি ও ঝামেলামুক্ত ফ্লাইট দেখায়। এখানে ‘হিডেন সিটি’ বা ‘সেলফ ট্রান্সফার’ জাতীয় রুট খুব একটা দেখা যায় না, যা অনেকে নিরাপদ ভ্রমণের জন্য উপযুক্ত মনে করেন। গোল্ড ও প্লাটিনাম সদস্যদের জন্য টিকিটের দাম কমে গেলে বাড়তি টাকা ফেরত পাওয়ার সুবিধাও রয়েছে এখানে।

‘হিডেন সিটি’ রুট খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট Skiplagged.com

‘হিডেন সিটি’ রুট যাঁরা খোঁজেন, তাদের কাছে বেশ জনপ্রিয় স্কিপল্যাগড ওয়েবসাইট। অনেক যাত্রী খরচ বাঁচাতে মূল ফ্লাইটের গন্তব্যে না গিয়ে ট্রানজিট বা মধ্যবর্তী শহর নেমে যান। এতে ফ্লাইটের খরচ অনেক কম পড়ে। তবে হিডেন সিটি রুট এয়ারলাইনসের নিয়মের বাইরে হওয়ায় নিয়মিত ব্যবহার করলে ঝুঁকি থাকতে পারে।

এসব ঝুঁকির মধ্যে অন্যতম হলো টিকিট বাতিল বা ভ্রমণে প্রতিবন্ধকতা। স্কিপল্যাগড সাইটে বুকিংয়ের আগে এই ঝুঁকি সম্পর্কে সতর্কতা দেওয়া হয় এবং যাত্রীদের হ্যান্ডব্যাগ নিয়ে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়। কারণ, চেক-ইন করা লাগেজ মূল গন্তব্যে চলে যেতে পারে। এ ছাড়া স্কিপল্যাগডে রিওয়ার্ডস ও রেফারেল সুবিধা রয়েছে।

বিশ্লেষণভিত্তিক ফ্লাইট খোঁজার সেরা প্ল্যাটফর্ম Momondo.com

মোমন্ডো একটি ট্রাভেল অ্যাগ্রিগেটর ওয়েবসাইট। এখানে একসঙ্গে বহু এয়ারলাইনস ও অনলাইন ট্রাভেল এজেন্সির টিকিটের দাম দেখা যায়। এই সাইটে রয়েছে উন্নত ফিল্টার সুবিধা, যার মাধ্যমে একজন যাত্রী এয়ারলাইনস, আসন, ব্যাগেজ, যাত্রার সময়, লে-ওভার সংখ্যা এবং মূল্য অনুযায়ী সহজে ফ্লাইট খুঁজে নিতে পারেন।

এ ছাড়া মোমন্ডো ‘ইনসাইট’ নামে একটি বিশেষ টুল চালু করেছে, যা ব্যবহারকারীকে জানিয়ে দেয় কোন দিন বা সময়ে ফ্লাইটের দাম সবচেয়ে কম থাকে এবং কত দিন আগে বুকিং করলে বেশি সাশ্রয় পাওয়া সম্ভব।

দামের পূর্বাভাস ও অনুসন্ধানের সুবিধা Google Flights

গুগল ফ্লাইটস বেশ উপকারী ফ্লাইট সার্চ ইঞ্জিন, যেখান থেকে যাত্রীরা সহজে জানতে পারেন কোন ফ্লাইটের দাম কম বা বেশি। এটি ভবিষ্যতে ভাড়ার ওঠানামার পূর্বাভাস দিতে পারে এবং টিকিট কাটার সঠিক সময় সম্পর্কে পরামর্শ দেয়। গুগলের ‘অ্যানিহোয়্যার’ নামে একটি বিশেষ টুলের মাধ্যমে যাত্রীরা নির্দিষ্ট গন্তব্য ছাড়াই পৃথিবীর যেকোনো রুটের ফ্লাইটের খরচ দেখতে পারেন। এই ফিচার বিশেষ করে ভ্রমণপ্রেমীদের জন্য উপযোগী।

সাশ্রয়ী এবং সহজে ফ্লাইট বুকিংয়ের জন্য বিভিন্ন ওয়েবসাইটের সুবিধা ও বৈশিষ্ট্য বুঝে নির্বাচন করা জরুরি। তাই আপনার যাত্রাপথ ও প্রয়োজন অনুযায়ী সেরা সাইটটি বেছে নিন এবং অর্থ ও সময়—উভয়ই বাঁচিয়ে নিরাপদে ভ্রমণ করুন।

জে.এস/

ওয়েবসাইট ফ্লাইট বুকিং ওয়েবসাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250