শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত *** ‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ *** ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার *** ‘ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন’ *** বাংলাদেশ সীমান্তে যে কারণে নতুন ৩ সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত *** নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে: ফরহাদ মজহার *** বাংলাদেশ সীমান্তবর্তী আসামে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত *** জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত চান ক্রিকেটারেরা *** নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের *** নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রব জেটেন

নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রব জেটেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মধ্যপন্থী নেতা রব জেটেন। গত ২৯শে অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল আজ শুক্রবার (৭ই নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কাউন্সিল।

৩৮ বছর বয়সী জেটেন এই নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। নির্বাচন কাউন্সিল জানায়, ইউরোপে অতি-ডানপন্থার উত্থানের সূচক হিসেবে দেখা এই নির্বাচনে জেটেন অ্যান্টি-ইসলামিস্ট নেতা গির্ট উইলডার্সের চেয়ে মাত্র ২৯ হাজার ৬৬৮ ভোট বেশি পেয়ে জয়ী হন।

জেটেন গত শুক্রবার এএফপিকে বলেছিলেন, 'দেশের জন্য ইতিবাচক বার্তা নিয়ে প্রচারণা চালালে জেতা সম্ভব। ইউরোপ ও বিশ্ববাসীকে আমরা তা করে দেখাতে পেরেছি।'

ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ নেদারল্যান্ডস। অবশ্য দেশটির নেতৃত্ব দেওয়ার আগে জেটেনকে আগে জোট সরকার গঠন করতে হবে। এর জন্য কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।

দেশটির ১৫০ সদস্যবিশিষ্ট সংসদে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই ডাচ রাজনৈতিক ব্যবস্থায় আপস ও আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচন কাউন্সিল জানায়, জেটেনের মধ্যপন্থী দল ডেমোক্র্যাট ৬৬ (ডি৬৬) পেয়েছে ২৬টি আসন। ডাচ ইতিহাসে নির্বাচনে জয়ী কোনো দলের ক্ষেত্রে যা সবচেয়ে কম। 

এই নির্বাচনে মোট ১৫টি দল সংসদে আসন পেয়েছে। যার মধ্যে রয়েছে প্রাণীর অধিকার রক্ষায় প্রচারণা চালানো এবং ৫০ বছর বেশি বয়সী নাগরিকদের স্বার্থ প্রতিনিধিত্বকারী দল।

উইলডার্সের নেতৃত্বাধীন অতি-ডানপন্থী পার্টি ফর ফ্রিডম (পিভিভি) দলও পেয়েছে ২৬টি আসন। ২০২৩ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা জিতেছিল ৩৭টি আসনে। 

ডিলান ইয়েসিলগজের নেতৃত্বাধীন পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি (ভিভিডি) পেয়েছে ২২টি আসন। নির্বাচনী চিত্র বিশ্লেষণে দেখা যায়, অতি-ডানপন্থী দলগুলো এখনো দেশটিকে শক্ত অবস্থান ধরে রেখেছে।

রব জেটেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250