সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই বিভাগীয় কমিশনারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরানো হলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হয়েছে। এ দুই বিভাগীয় কমিশনারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১১ই সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 

আরও পড়ুন: বৃহস্পতিবার সকালের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ : শ্রম উপদেষ্টা

উল্লেখ্য, বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা সাবিরুল ইসলাম ২০২৩ সালের ৬ই এপ্রিল ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে মো. জাকির হোসেন চলতি ২০২৪ সালের ২রা এপ্রিল রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

সারাদেশে আটটি বিভাগে অতিরিক্ত সচিব পদমর্যাদার আটজন বিভাগীয় কমিশনার রয়েছেন। অন্যদেরও ফিরিয়ে আনা হবে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। 

এসি/কেবি 

কমিশনার জনপ্রশাসন মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন