বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে *** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে

অভিনয়ে বিনিয়োগ থেকে মুনাফা কম: প্রসূন আজাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৬ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মঞ্চ থেকে অভিনয়ে নাম লেখান প্রসূন আজাদ। টিভি নাটকে নিয়মিত দেখা গেছে তাকে। নাটকের বাইরে ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন প্রসূন।

এর মধ্যে বিয়ে করে পুরোদস্তুর সংসারী হয়েছেন তিনি। বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন প্রসূন। ব্যবসায় মনোনিবেশ করেছেন। অভিনয় ছাড়লেন কেন?—প্রসূন আজাদকে ইনস্টাগ্রামে এক ভক্ত প্রশ্ন করেছিলেন। প্রশ্নের উত্তরে বিষয়টি খোলাসা করেছেন তিনি।

প্রসূন আজাদ লিখেছেন, ‘অভিনয় একটা এক্সপেনসিভ (ব্যয়বহুল) পেশা। ইনভেস্টমেন্টের (বিনিয়োগ) থেকে প্রফিটের (মুনাফা) রেশিও (হার) কম। এর মধ্যে এককালীন টাকা পাওয়া যায় অথচ এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ১০ থেকে ১৫ বছর আগে আমার পারলারের খরচ ছিল সাত থেকে আট হাজার টাকা। কাপড় আয়রনে পাঁচ থেকে ছয় হাজার খরচ ছিল। দামি কাপড়, এক্সপেন্সিভ শখ, নিয়মিত খাওয়া আর জিমের ইস্যুও আছে।’

গ্ল্যামারের আলোঝলমলে দুনিয়ার বাইরে সাধারণ জীবন যাপন করতে চেয়েছেন প্রসূন। তিনি লিখেছেন, ‘আমি চাইছিলাম, কিছুদিন স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করতে। অস্বাভাবিক জীবন যাপন করার জন্য মানসিক শক্তি হারিয়ে গিয়েছিল। তার মধ‍্যে এ রকম সুপারস্টারের লাইফস্টাইল বহাল রেখে পাশাপাশি একজন মধ্যবিত্ত মানুষের বউ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা কতটা প্রয়োজন, সেটাও ভাবাচ্ছিল। তারপর তো হাউসওয়াইফ হওয়ারও একটা শখ ছিল। এখনো আছে। এত কষ্ট করে ঘরের বাইরে কাজ করলে হাউসওয়াইফ হওয়া যায় না।’

আরও যোগ করেন, ‘আবার মোটা হয়ে গেলাম। সেটাও একরকম সমস‍্যা ছিল। লজ্জাশরম বেড়ে গেল। কেউ আমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে বিরক্ত লাগে, তাই ভাবলাম পরে। এখন অভিনয় করার সময় নয়।’

প্রসূন আজাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250