বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

পাইলটের জ্বালানি বন্ধের সিদ্ধান্তই কি এয়ার ইন্ডিয়া বিধ্বস্তের কারণ?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

আহমেদাবাদের বি জে মেডিকেল কলেজের হোস্টেলে আগুনের গোলার মতো আছড়ে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। ছবি: সংগৃহীত

গত মাসে ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্তের ঘটনার তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। আমেরিকার একটি সূত্র জানিয়েছে, ফ্লাইটটির ককপিট রেকর্ডিং ইঙ্গিত দিচ্ছে, বিমানের ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবে ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ করে দেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সূত্রের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বোয়িং-৭৮৭ ফ্লাইটটির নিয়ন্ত্রণে ছিলেন ফার্স্ট অফিসার। ককপিট রেকর্ডিংয়ে তাকে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতে শোনা যায়, কেন তিনি জ্বালানির সুইচ এমন অবস্থানে সরিয়ে দিয়েছেন, যাতে ইঞ্জিনে জ্বালানি না পৌঁছায়। এরপর তিনি অনুরোধ করেন, জ্বালানির সুইচ যেন আবার চালু করা হয়।

তদন্তে যুক্ত আমেরিকান কর্মকর্তাদের প্রাথমিক বিশ্লেষণে বিষয়টি উঠে এলেও এটি এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়নি। সূত্রটি বলছে, কোন পাইলট জ্বালানির সুইচ বন্ধ করেছেন, তা ভিডিওতে ধরা পড়েনি। তবে ককপিট রেকর্ডিং বিশ্লেষণ করে মনে করা হচ্ছে, ক্যাপ্টেনই এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

এদিকে ভারতের এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) গতকাল বৃহস্পতিবার (১৭ই জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক কিছু গণমাধ্যম যাচাই না করেই আংশিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে। সংস্থাটি জানায়, তদন্ত চলছে এবং এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না।

এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন