বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

যুদ্ধবিরতির পর ইসরায়েল আর গাজায় হামলা করবে না, হামাসকে ট্রাম্পের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর শেষ করেছেন। হোয়াইট হাউসে দুই দফায় আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হলেও গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো আশার আলো দেখা যায়নি। বলা চলে, নীরবেই ওয়াশিংটন ছেড়েছেন নেতানিয়াহু। তবে আমেরিকার সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, দুই পক্ষের মধ্যে বেশিরভাগ ইস্যুতেই ঐকমত্য হয়ে গেছে। তবে এখন মূল মোদ্দা হয়ে দাঁড়িয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি।

স্কাই নিউজ জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে আশ্বস্ত করেছেন যে, ৬০ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হলেও তাদের ভয়ের কোনো কারণ নেই। তিনি ফিলিস্তিনি গোষ্ঠীটিকে জানিয়েছেন, এ ৬০ দিনের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় নতুন করে আর যুদ্ধ শুরু করবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির পথে বেশ কিছু অগ্রগতি হলেও একটি বড় ও গভীরভাবে বিভাজক ইস্যু এখনো অনিষ্পন্ন। কাতারে পরোক্ষভাবে বিভিন্ন পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা ও ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক থেকে এখনো ফলাফলের ঘোষণা আসেনি।

আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত দুটি নাম প্রকাশ না করার শর্তে স্কাই নিউজকে জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে মূল মতপার্থক্য রয়ে গেছে গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) উপস্থিতি নিয়ে। এ ইস্যুতে ইসরায়েলের সামনে দুটি কঠিন পথ—যুদ্ধ থামিয়ে সব জিম্মিকে ফিরিয়ে নেওয়া এবং হামাসকে গাজায় থাকতে দেওয়া, অথবা অনির্দিষ্টকালের জন্য গাজা দখলে রাখা।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন