বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

গাজীপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ফাইল ছবি (সংগৃহীত)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ঝুঁকিপূর্ণ কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত সোমবার (২১শে জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আবদুল হাই স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার-সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘চিঠি এখনো দেখিনি। দেখে বলতে পারব।’

আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভার কার্যবিবরণী-সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, ১৩ই জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা হয়। ওই সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়, যা বাস্তবায়ন করবে ইসি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন; মাঠপর্যায়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিরপেক্ষভাবে কাজ করা; ৩১শে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সদস্য নিয়োগ ও পাসিং আউট কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি পৃথক প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা; নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করতে হবে। চিঠিতে ৩রা আগস্টের মধ্যে সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানাতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন