বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি *** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ

বাংলাদেশ-নিউজিল্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে খেলছে বৃষ্টিও

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২৩শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

মিরপুরে কাগজে-কলমে বাংলাদেশ, নিউজিল্যান্ড- এ দুই দল খেলছে ঠিকই। তবে সেখানে অদৃশ্য প্রতিপক্ষ হিসেবে খেলছে বৃষ্টি। বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের প্রথম দিনের ম্যাচটা এখন এগোচ্ছে নিষ্প্রাণ ড্রয়ের দিকে। ব্যাট-বলের লড়াই নয়। ম্যাচের ভাগ্য লিখছে আকাশের মেঘ।

টানা তিন দিন বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যাচ বন্ধ হয়েছে। বৈরি আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৫৭ রানের জবাব দিচ্ছে ভালোভাবেই। তৃতীয় দিনের খেলা নিউজিল্যান্ড ‘এ’ দল শেষ করেছে ৪ উইকেটে ২৭৭ রানে। উইকেটে আছেন নিক কেলি (৮৩) ও ম্যাট বয়েল (৪৪)।

মিরপুরে গতকাল বৃহস্পতিবার (২২শে মে) দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ১০৪ রান। ৪৮ রানে অপরাজিত থাকা জো কার্টার আজ তৃতীয় দিনের সকালে ফিফটি তুলে নিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯৯ বল খেলে ৬২ রান করে আউট হন সাইফ হাসানের ঘূর্ণিতে। কার্টারের আউটে নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৪১.৫ ওভারে ২ উইকেটে ১২৯ রান।

চার নম্বরে ব্যাটিংয়ে নামেন কেলি। ওপেনার কার্টিস হেফির সঙ্গে তৃতীয় উইকেটে কেলি ৪৭ রানের জুটি গড়তে অবদান রাখেন। ২০৩ বলে ৭১ রানের ধৈর্যশীল ইনিংস খেলে হেফি আউট হয়েছেন খালেদ আহমেদের বলে। পাঁচে নামা ডেল ফিলিপস আউট হয়েছেন নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খালেদ।

খালেদের জোড়া আক্রমণে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৬৩.৫ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান। কিউইদের এরপর আর কোনো বিপদ হয়নি। আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে যেটুকু সময় খেলা হয়েছে, তাতে ভালো একটা অবস্থানে নিজেদের রাখতে পেরেছে কিউইরা। ৯১ ওভারে ৪ উইকেটে ২৭৭ রান করেছে দলটি।

সফরকারীরা ৩৫৭ রানের জবাবে নিজেদের ইনিংস মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বোলিংয়ে বাংলাদেশের আস্থা দিয়েছে কেবল খালেদ আহমেদ। ২৬ ওভার বল করে ৭৮ রানে নিয়েছেন তিন উইকেট। আরেকটি উইকেট গেছে সাইফ হাসানের ঝুলিতে। বাকি বোলাররা ছিলেন বিবর্ণ, ধারহীন।

দুই দলেরই ইনিংস বাকি একটি করে। তাদের সামনে এখন বৃষ্টি বিরাট বাধা। সময়ের অভাবে প্রতিদ্বন্দ্বিতার জায়গা দখল করে নিচ্ছে সম্ভাব্য ড্র। বাস্তবতা বলছে এ ম্যাচে ফলের চেয়ে ড্র-ই এখন সম্ভাব্য ফল। আবহাওয়া ঠিক থাকলে আগামীকাল শনিবার (২৪শে মে) চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে।

এইচ.এস/

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন