শনিবার, ৪ঠা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোহান-শরীফুলের ব্যাটে রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের *** বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন, আরশরা *** দেশের পতাকা নিয়ে গাজামুখী ‘মিডিয়া ফ্লোটিলায়’ শহিদুল আলম *** বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি *** ইহুদি উপাসনালয়ে হামলাকারী জিহাদ সম্পর্কে যা জানা গেল *** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা

আর্জেন্টিনাকে খেলাতে ভারতের খরচ ১৮০ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্ব ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। সেই দলে খেলবেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের মতো তারকারা। বোঝাই যাচ্ছে এখানে আর্জেন্টিনা ফুটবল দলের কথা বলা হচ্ছে। তারকায় ঠাসা দলকে আনতে কোটি কোটি টাকা খরচ তো হবেই।

আর্জেন্টিনা দলের জন্য কোটি কোটি টাকা খরচের প্রসঙ্গ আসার কারণ তাদের ভারত সফর। নভেম্বরে ভারত সফরে যাবে আর্জেন্টিনা ফুটবল দল। মেসির আর্জেন্টিনাকে আনতে কত টাকা খরচ করতে হবে ভারতের, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। ভারতের গণমাধ্যমগুলোতে জানা যাচ্ছে একেক রকম তথ্য। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, কেরালায় এক ম্যাচ খেলেই আর্জেন্টিনা ফুটবল দল নেবে ১৩০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৮০ কোটি টাকা।

ফিফা উইন্ডোতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে অন্যান্যদের কাছে যেমন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যেমন মোটা অঙ্কের টাকা দাবি করে, ভারতের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। এমনকি ভারতের মাঠে খেলার কয়েক মাস আগেই পুরো অর্থ পরিশোধ করতে হবে বলে দাবি করেছিল এএফএ।

এএফএ শুক্রবার রাতে ভারত সফরের কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে এএফএ বলেছে, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। এই সময়ে ম্যাচ খেলতে আর্জেন্টিনার কাছে দুটি ফিফা উইন্ডো রয়েছে। প্রথমটা হবে ৬ই অক্টোবর থেকে ১৪ই অক্টোবরের মধ্যে আমেরিকায়। দ্বিতীয়টি ১০ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে খেলবে আর্জেন্টিনা।’

নভেম্বরে ভারতে যাচ্ছে আর্জেন্টিনা, খেলা হবে কোথায়নভেম্বরে ভারতে যাচ্ছে আর্জেন্টিনা, খেলা হবে কোথায়

কেরালার কোন শহরে ও কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন মেসিরা, সেটা এখনো জানা যায়নি। এমনকি অক্টোবরে আমেরিকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, সেটা নিশ্চিত হওয়া যায়নি। সবশেষ ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ১৪ বছর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। এবারও কিছু জটিলতায় মে মাসে শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনার ভারত সফর। পরবর্তীতে সব শঙ্কা দূর করে জানা গেল মেসি-মার্তিনেজদের ভারত সফরের সূচি।

আর্জেন্টিনা দলের সফরের পর ব্যক্তিগতভাবেও ভারতে যাওয়ার কথা মেসির। এ বছরে ডিসেম্বরে ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’ সফর করার সম্ভাবনা রয়েছে তার। এই সফরে আর্জেন্টাইন কিংবদন্তির কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই, দিল্লি ঘোরার কথা।

জে.এস/

আর্জেন্টিনা ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250