ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ তত্ত্বে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন। তিনি বলেন, জামায়াত বিশ্বাস করে প্রতিটি মানুষ নাগরিক হিসেবে সমান। জামায়াত ক্ষমতায় গেলে সম্প্রীতির বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করবে।
শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে আয়োজিত ঢাকা-৮ আসনের আওতাধীন মন্দির ও পূজা কমিটির নেতাদের সঙ্গে মহানগর দক্ষিণ জামায়াতের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হেলাল উদ্দিন আরও বলেন, ইসলামি রাষ্ট্রব্যবস্থায় ধর্মভিত্তিক বৈষম্যের কোনো সুযোগ নেই। রাষ্ট্রের কাছে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ হতে পারে না। রাষ্ট্রের কাছে নাগরিক হিসেবে সকলেই সমান। বাংলাদেশে স্বাধীনতার ৫৪ বছরেও ভিন্নধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। কারণ, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পরিচালিত হয়েছে মানুষের তৈরি আইনে। মানুষের তৈরি আইনে বৈষম্য সৃষ্টি করে। যার ফলে সমাজের প্রতিটি স্তরে স্তরে মানুষ বৈষম্যের শিকার।
তিনি বলেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আল্লাহর আইন কায়েম হবে। আল্লাহর আইন সব মানুষের জন্য সমান। মানুষের তৈরি আইনের পরিবর্তে আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত হলে প্রতিটি মানুষ তার ধর্মীয় ও মৌলিক স্বাধীনতা লাভ করবে। জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার ও মৌলিক স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলন করছে। জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবার আগে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করা হবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন