শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স *** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

মঙ্গলে দেখা মিলল আজব পাথরের!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফের লাল গ্রহে নতুন কিছু দেখতে পেলেন বিজ্ঞানীরা। চমক দিয়েছে এক ধরনের পাথর। যা দেখে তা পরীক্ষা করার পিছনে যথেষ্ট সময় দিচ্ছেন বিজ্ঞানীরা। কারণও রয়েছে।

মঙ্গলগ্রহে ঘুরছে নাসার যান পারসিভিয়ারেন্স। যা পৌঁছয় নেরেতভা উপত্যকা নামে একটি জায়গায়। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে এই উপত্যকার পথ ধরেই নদীর জল পৌঁছত জেজেরো ক্রেটারে। এখানে যে পাথর পাওয়া যায় তা নদীর স্রোতের সঙ্গে ভেসেই এই নেরেতভা উপত্যকায় পৌঁছেছিল।

এখানেই একটি পাহাড় রয়েছে। ওয়াশবার্ন নামে ওই পাহাড়ের কাছে নাসার যানের ক্যামেরা এমন কিছু পাথরের দেখা পেয়েছে যা বিজ্ঞানীদের অবাক করেছে। পাথরগুলি মঙ্গলগ্রহে সাধারণভাবে দেখতে পাওয়া পাথরের মত নয়। তা অনেকটাই হালকা রংয়ের।

পাথরের মধ্যে অন্য অনেক রংয়ের ছিটে রয়েছে। রয়েছে নানা রংয়ের দাগও। এখানে অনেক উজ্জ্বল বোল্ডারের দেখা মিলেছে ক্যামেরায়। যার গায়ে ছোট ছোট কালো ছোপ রয়েছে।

আরো পড়ুন : কুকুরের ঘেউ ঘেউ-এর অর্থ বলে দেবে এআই

বিজ্ঞানীরা এই হালকা রংয়ের উজ্জ্বল পাথরগুলি নিয়ে এখন আরও পরীক্ষার পথে হাঁটছেন। কারণ তারা মনে করছেন নদীর স্রোতের সঙ্গে এই পাথরগুলি অনেক কিলোমিটার পথ ভেসে এসেছে এখানে।

এই হালকা রংয়ের উজ্জ্বল পাথরগুলির সঙ্গে নেরেতভা উপত্যকার সম্পর্ক খুঁজতে এখন উঠে পড়ে লেগেছেন নাসার বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহে জল থাকা নিয়ে এখন অনেকটাই নিশ্চিত বিজ্ঞানীরা। সেখানে নদীও ছিল এমনটাও মনে করছেন বিজ্ঞানীরা।

সেই নদী যে পাথর ভাসিয়ে আনত, তার মধ্যে কিছু পাথরের রং এমন হালকা উজ্জ্বল কেন, তাতে কি থাকতে পারে এবং তারা হালকা ওজনের কেন, সবই পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহের এই অবাক করা উজ্জ্বল পাথরগুলিকে বিজ্ঞানীরা ডাকছেন উজ্জ্বল পরী নামে।

এস/ আই.কে.জে/

নাসা বিজ্ঞানী মঙ্গলগ্রহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250