ফাইল ছবি (সংগৃহীত)
তিন সপ্তাহের বেশি বন্ধ থাকার পর সারাদেশে আবার ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামীকাল ১২ই আগস্ট থেকে মালবাহী ট্রেন ও ১৩ই আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন এবং ১৫ই আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে পরিচালনার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (১১ই আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ মো. নাহিদ হাসান খাঁন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। আন্তঃনগর ট্রেনের টিকিট সোমবার (১২ই আগস্ট) বিকাল ৫টা থেকে ক্রয় করা যাবে।
ওআ/কেবি