সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ

চুল পড়ার কারণ হতে পারে চিরুনি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

চুল পড়ার সমস্যায় ভোগেন না এমন মানুষ খুব কমই আছেন। সঠিক যত্ন নেওয়ার পরও অনেকের চুল পড়া কমে না। অতিরিক্ত হেয়ার ফল হওয়ার কারণ বুঝতে পারেন না অধিকাংশই। আপনিও যদি তেমন ভুক্তভোগী হন, তবে একবার নজর দিন চিরুনিতে।চুল পড়ার কারণ হতে পারে চিরুনিও। অপরিষ্কার চিরুনির কারণে চুলও অপরিষ্কার হয়ে যায়। তাই আর দেরি না করে জেনে নিন কতদিন অন্তর অন্তর চিরুনি পরিষ্কার করা প্রয়োজন।

চুলের সৌন্দর্য ধরে রাখতে যত্ন নেওয়ার বিকল্প নেই। পাশাপাশি নিয়ম করে আঁচড়ানোও জরুরি। না হলে চুলে জট পড়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও চুলের গোড়ায় ময়লা জমে। আর তাতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালনও কমে যায়। তাই দিনে কয়েকবার সঠিক নিয়মে চুল আঁচড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

চুল পড়া কমাতে যেমন স্ক্যাল্প পরিষ্কার রাখা প্রয়োজন; ঠিক তেমনই চিরুনিও নিয়মিত পরিষ্কার করা জরুরি। প্রতিদিন যদি আপনি নোংরা চিরুনিতে চুল আঁচড়ান, তবে চুলের ক্ষতি হবেই। এমনকি হতে পারে অতিরিক্ত হেয়ার ফল। স্ক্যাল্পে হানা দিতে পারে নানা সংক্রমণ।

চুলের সুস্বাস্থ্য অটুট রাখতে চিরুনি পরিষ্কার রাখার বিকল্প নেই।

আরো পড়ুন : খাওয়ার পরে ক্লান্ত লাগে? সমাধান জেনে নিন

কাঠের বড় চিরুনিতে ময়লা কম ধরে, তাই প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হবে না। সরু দাঁতের চিরুনিতে তাড়াতাড়ি ময়লা জমে। তাই প্রতি ১৫ দিন অন্তর সেটি পরিষ্কার করুন। তবে ফাইবারের চিরুনি কম বেশি সকলেই ব্যবহার করেন। এগুলোতেও তাড়াতাড়ি ময়লা জমে। ১৫ দিন অন্তর এই ধরনের চিরুনি পরিষ্কার করতে হবে।

অনেকে আবার হেয়ার ব্রাশ এবং রোলার ব্যবহার করেন। এগুলো পরিষ্কার করা বেশ কঠিন। আর ময়লা পড়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে। তাই ২০ দিন অন্তর হেয়ার ব্রাশ কিংবা রোলার পরিষ্কার করতে হবে।

কীভাবে পরিষ্কার করবেন চিরুনি?

একটি পাত্রে ঈষদুষ্ণ পানি নিয়ে, তাতে লিকুইড সোপ মেশান। এক্ষেত্রে শ্যাম্পু এবং বডিওয়াশও ব্যবহার করতে পারেন। সাবান মেশানোর পর চিরুনি ৩০ মিনিট এই পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পানি থেকে তুলে একটি ব্রাশ দিয়ে চিরুনির দাঁতগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিন। তারপর ধুয়ে ১৫ মিনিট রোদে রাখুন।

কতবার চুল আঁচড়াবেন জানেন?

দিনে অন্তত দুই থেকে তিন বার চুল আঁচড়ানো ভালো। এতে আপনার চুল ভালো থাকবে। একই সঙ্গে স্ক্যাল্পে রক্ত সঞ্চালনও বৃদ্ধি পাবে। চুল পড়া অনেকটা কমে যাবে। তবে খুব বেশি হেয়ার ব্রাশ করবেন না। তাতে চুলের ক্ষতি হতে পারে।

এস/  আই.কে.জে

চুল পড়া চিরুনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন