বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

নেইমারের শৈশবের ক্লাব সান্তোস গতকাল বুধবার (৩১শে ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে চুক্তি নবায়নের কাজ চূড়ান্ত করে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র গতকালের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকছেন তিনি। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সান্তোসের সূত্রের বরাতে গ্লোবো জানিয়েছে। সান্তোসের সঙ্গে নেইমারের আগের চুক্তির মেয়াদ ছিল গত বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত। গত কয়েক সপ্তাহে আলাপ-আলোচনা করে চুক্তিটা আরও এক বছর বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

প্রায় দুই দশক বার্সেলোনায় কাটানোর পর ২০২১ সালে লিওনেল মেসি চলে যান প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। নেইমারকে চার বছর সতীর্থ হিসেবে পেয়েছিলেন মেসি। পিএসজিতে মেসি-নেইমার দুই বছর সতীর্থ ছিলেন। পিএসজির পরিবেশ বিষাক্ত হয়ে যাওয়ায় মেসি ২০২৩ সালে চলে যান ইন্টার মায়ামিতে।

মেসি পিএসজি ছাড়ার দুই মাসের মাথায় নেইমার চলে যান আল হিলালে। তবে আল হিলালের সঙ্গে দুই বছর ফুরোনোর আগেই চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। চোটে জর্জর নেইমার আল হিলালের জার্সিতে কেবল সাত ম্যাচ খেলতে পেরেছিলেন। তারপর গত বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরেন তিনি।

দীর্ঘ এক যুগ পর শৈশবের ক্লাবে ফেরার পর দুবার চুক্তি করেছিল সান্তোস। আগের দুই চুক্তি ছয় মাসের জন্য থাকলেও নতুন চুক্তিটা এক বছরের জন্য হতে যাচ্ছে। যার ফলে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ, জর্দি আলবাদের পুনর্মিলন হলেও ইন্টার মায়ামিতে নেইমারের আর যাওয়া হচ্ছে না।

সান্তোসের হয়ে দুই মেয়াদে সব মিলিয়ে ২৫৩ ম্যাচ খেলেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১৪৭ গোলের পাশাপাশি ৭০ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৫ সালে ফেরার পর খেলেছেন ৩০ ম্যাচ। এবারও চোট তার পিছু ছাড়ছে না।

বর্তমানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলছে। কদিন আগে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। সান্তোসের মেডিকেল টিম ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের দেখাশোনা করছে।

নেইমার ফেরার পর সান্তোস অবনমনের হাত থেকে রেহাই পেয়েছে। ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে গত বছর ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থেকে শেষ করে তার দল। সাধারণত পয়েন্ট তালিকায় ২০ দলের মধ্যে ১৭ থেকে ২০ নম্বর দল অবনমনে চলে যায়। গত বছরের সিরি ‘আ’তে ২০ ম্যাচে ৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১ গোলে।

জে.এস/

লিওনেল মেসি নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250