বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

থেকে যাওয়া ভাতেই ‘কেরাটিন ট্রিটমেন্ট’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই চুলের বেহাল অবস্থা ফেরাতে ছোটেন পার্লারে। কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে জেল্লা বাড়ান চুলের। কিন্তু এতে কম টাকা খরচ হয় না। কেমন হয় যদি ঘরেই এই কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে ফেলা যায়। তাও আবার থেকে যাওয়া ভাত দিয়ে। 

বিশ্বাস হচ্ছে না? আগের দিনের থেকে যাওয়া ভাত দিয়েই করতে পারবেন চুলের পরিচর্যা। কীভাবে? চলুন জেনে নিই-

কেরাটিন কোনো রাসায়নিক নয়। এটি স্বাভাবিকভাবে চুলে থাকা একটি প্রাকৃতিক প্রোটিন। চুলে অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার, হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহার ও দূষণের কারণে নষ্ট হয়ে যায় এই প্রোটিন। তখন বাইরে থেকে কেরাটিন ট্রিটমেন্ট করানোর দরকার পড়ে। 

পার্লারে ফরম্যালডিহাইড নামক একটি রাসায়নিকের সঙ্গে কন্ডিশনার ও কেরাটিন প্রোটিন মিশিয়ে চুলের পরিচর্যা করা হয়। রাসায়নিক ছাড়া বাড়িতেই এই কাজটি করা যায়। রান্নাঘরের কিছু উপকরণ দিয়েই পার্লারের মতো ‘হেয়ার ট্রিটমেন্ট’ হবে বাড়িতে। 

আরো পড়ুন : আপনি কি চান, আপনার প্রিয় মানুষটি সারাদিন আপনাকে মিস করুক?

কী কী লাগবে?

থেকে যাওয়া ভাত

নারকেলের দুধ

ডিমের সাদা অংশ

অলিভ তেল

কীভাবে হেয়ার মাস্ক বানাবেন? 

দুই থেকে তিন চা চামচ ভাত নিন। এর সঙ্গে মেশান ২ চা চামচের মতো নারকেলের দুধ। তাতে যোগ করুন ডিমের সাদা অংশ আর অলিভ অয়েল। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। চাইলে ব্লেন্ডারে ঘন মিশ্রণ তৈরি করে নিতে পারেন। 

এবার এই মিশ্রণ চুলের আগা থেকে ডগা অবধি ভালো করে লাগিয়ে নিতে হবে। মাস্ক লাগানোর পরে ৪০-৪৫ মিনিট অপেক্ষা করুন। তারপর চুলে শ্যাম্পু করে নিন। অলিভ অয়েলের ভিটামিন ও ডিমের সাদা অংশের প্রোটিন রুক্ষ চুলের প্রাণ ফেরাবে। সপ্তাহে অন্তত দু’বার এই কাজটি করতে পারলেই ঝলমল করবে চুল।

এস/কেবি 

ভাত ‘কেরাটিন ট্রিটমেন্ট’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250