ছবি: সংগৃহীত
দীর্ঘ ও গৌরবময় চলচ্চিত্র ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে অবশেষে অস্কারের মর্যাদাপূর্ণ সম্মান পাচ্ছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ২০২৫ সালের ‘গভর্নরস অ্যাওয়ার্ডসে’ তাকে সম্মানিত করার ঘোষণা দিয়েছে ‘একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’। খবর ভ্যারাইটির।
‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ‘জেরি ম্যাগুইরে’ এবং ‘ম্যাগনোলিয়া’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনবার অস্কার মনোনয়ন পেলেও কখনোই পুরস্কার ঘরে তুলতে পারেননি টম ক্রুজ। প্রযোজক হিসেবেও ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিতে অস্কারের মনোনয়ন পেয়েছিলেন। তবে এবার তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে সম্মানসূচক এ অনারারি অ্যাওয়ার্ডের মাধ্যমে।
একাডেমির ‘বোর্ড অফ গভর্নরসের’ ভোটে টম ক্রুজের সঙ্গে অনারারি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রখ্যাত নির্মাতা ডেবি অ্যালেন ও উইন থমাস। পাশাপাশি জিন হারশোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন জনপ্রিয় গায়িকা ও মানবতাবাদী ডলি পার্টন।
আগামী ১৬ই নভেম্বর আমেরিকার লস অ্যাঞ্জেলেসের রেই ডলবি বলরুমে অনুষ্ঠিতব্য ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডসে এ সম্মাননা তুলে দেওয়া হবে।