ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার পক্ষে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।
নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি আজ সোমবার (২৯শে ডিসেম্বর) বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন মাহফুজ আলম নিজেই। তিনি বলেছেন, ‘আমি তো শুরু থেকেই বলে আসছি যে নির্বাচন করব না। এ কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি।’
সরকার থেকে পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করব না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।’
তবে মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ প্রসঙ্গে মাহফুজ আলম বিবিসি বাংলাকে বলেন, ‘তিনি এনসিপির নেতা, তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই।'
এর আগে ফেসবুকে দেওয়া একটি ঘোষণায় মাহফুজ আলম বলেছিলেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এ এনসিপির অংশ হচ্ছেন না।
গত ১০ই ডিসেম্বর অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মাহফুজ আলম।
খবরটি শেয়ার করুন