সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

পাহাড়ে ভ্রমণে বিনা মূল্যের আশ্রয় ‘বোথি’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন পাহাড়ে ঘুরে দিনের পর দিন কাটিয়ে দেন অনেকে। গহিন পাহাড়ে আধুনিক ব্যবস্থাপনা থাকে না বলে সমস্যায় পড়তে হয় তাদের। যদিও এর উপায় হিসেবে তাঁবু টানিয়ে রাত কাটানো বেশ পরিচিত। তবে এই পাহাড়প্রেমীদের জন্য একটু ভিন্ন ধরনের ভাবনার বিষয়টি ভেবেছিল ব্রিটেনের মাউন্টেন বোথি অ্যাসোসিয়েশন।

ব্রিটেনের বিভিন্ন পাহাড় ও দুর্গম অঞ্চলে ছড়িয়ে রয়েছে সংগঠনটির বোথি বা পাহাড়ি আশ্রয়স্থল। পাহাড়ে ঘুরে বেড়িয়ে যেকোনো বোথিতে রাত কাটানো যায় বুকিং না দিয়ে। তবে এই ব্যবস্থা আধুনিক সুবিধা ও সজ্জার নয়। বোথিতে নেই বিদ্যুৎ ও পানির লাইন, এমনকি টয়লেটও নেই। রয়েছে শুধু চারটি দেয়াল, ছাদ, দরজা-জানালা আর পাহাড়ি নির্জনতা। খবর দ্য গার্ডিয়ানের।

সম্প্রতি মাউন্টেন বোথি অ্যাসোসিয়েশনের ৬০ বছর পূর্তি হলো। এ উপলক্ষে ফিবি স্মিথ তার বন্ধু এলিকে নিয়ে বেরিয়ে পড়েন এক পাহাড়ি যাত্রায়। সেই অভিজ্ঞতা নিয়ে একটি লেখা প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বৃষ্টিভেজা সন্ধ্যায় ব্রিটেনের লেক ডিস্ট্রিক্টের পাহাড়ি পথে যাত্রা শুরু করেন দুই বন্ধু। তাদের গন্তব্য গ্রেট লিঙ্গি হাট। আঁকাবাঁকা পথে গাড়ি চলছে। বৃষ্টির ধারায় উইন্ড স্ক্রিন ঝাপসা হয়ে গেছে। ফিবি স্মিথ এর আগে বহুবার এই ভ্রমণে এলেও এলির এটি প্রথমবার ভ্রমণ। তাই একদিকে রোমাঞ্চকর অভিজ্ঞতা, অন্যদিকে ছিল খানিকটা ভয়। যাত্রাপথে ঠান্ডায় প্রায় কাবু অবস্থা এলির। এভাবেই গন্তব্যে পৌঁছালেন তারা।

বোথি মূলত পুরোনো ও পরিত্যক্ত ভবন। এগুলো একসময় খনিশ্রমিক, শিকারি কিংবা পাহাড়ি স্কুলগুলোর আশ্রয় ছিল। পরে মাউন্টেইন বোথি অ্যাসোসিয়েশন পরিত্যক্ত ভবনগুলো সংস্কার করে পাহাড়ি পথিক, পর্বতারোহী এবং অভিযাত্রীদের জন্য উন্মুক্ত করে দেয়। এগুলোতে থাকার জন্য কোনো বুকিং ও অর্থের দরকার হয় না। তবে নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক। বর্তমানে মাউন্টেইন বোথি অ্যাসোসিয়েশন ১০৫টি বোথি রক্ষণাবেক্ষণ করছে। ২০০৯ সালে ওয়েবসাইটে বোথির অবস্থান প্রকাশের পর থেকে এর জনপ্রিয়তা দ্রুত বেড়ে যায়।

বোথিতে থাকার কিছু নিয়ম রয়েছে। সেগুলো হলো, আগুনের ঝুঁকি এড়াতে মোমবাতি ও চুলা নির্দিষ্ট স্থানে রাখা, প্রাকৃতিক কর্মের জন্য আশ্রয় থেকে দূরে গিয়ে গর্ত খোঁড়া এবং সব বর্জ্য সঙ্গে নিয়ে যাওয়া। লেখক ফিবি ও এলি শুধু নিজেদের আবর্জনা নয়, অন্যদের ফেলে যাওয়া মোমবাতির খালি প্যাকেটও পরিষ্কার করে নিয়ে আসেন।

বর্তমানে মাউন্টেন বোথি অ্যাসোসিয়েশনের সদস্যসংখ্যা প্রায় ৩ হাজার ৮০০ জন। বার্ষিক সদস্য ফি ২৫ পাউন্ড হলেও অসংখ্য লোক বিনা মূল্যে এই আশ্রয়গুলো ব্যবহার করে। যদিও নতুন বোথি নেওয়ার পরিকল্পনা নেই; তবু এটি ব্রিটেনের পাহাড়ি সংস্কৃতির এক অনন্য অংশ হয়ে উঠেছে।

জে.এস/

পাহাড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250