ছবি: সংগৃহীত
গত বছরের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত সরকার। জরুরি বিবেচনায় খুবই অল্প পরিমাণে ভিসা দেওয়া শুরু হয়। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ভারত ভ্রমণে শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশি দেশ বাংলাদেশ। ভারত সরকারের দেওয়া বিদেশি পর্যটক আগমনের (এফটিএ) একটি তালিকায় এ তথ্য উঠে এসেছে।
ভারতের লোকসভায় এ সংক্রান্ত প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এ তথ্য উপস্থাপন করেন। আজ মঙ্গলবার (১৯শে আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। তালিকায় দেখা যায়, গত পাঁচ বছরে ভারতে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন আমেরিকার পর্যটকেরা। আর দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের পর্যটকেরা।
লোকসভায় মন্ত্রীকে গত পাঁচ বছরের এফটিএ-সংক্রান্ত তথ্য এবং করোনা মহামারির পর ভারতের পর্যটন খাতে উল্লেখযোগ্য পুনরুদ্ধার হয়েছে কি না এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বিশেষ করে জানতে চাওয়া হয়েছিল, আন্তর্জাতিক পর্যটক আগমন কি মহামারিপূর্ব স্তর ছাড়িয়েছে কি না।
গজেন্দ্র সিং জানান, ভারতের পর্যটন খাতে গত পাঁচ বছরে বিদেশি পর্যটক আগমনে শীর্ষে আছে আমেরিকা। তারপর যথাক্রমে বাংলাদেশ, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা থেকে বেশি পর্যটকেরা গিয়েছেন দেশটিতে।
মন্ত্রীকে গত পাঁচ বছরে ভারতের জন্য বিদেশি পর্যটক আগমনের (এফটিএ) শীর্ষে কোন দেশগুলো রয়েছে সেটিও জানতে চাওয়া হয়। জবাবে গজেন্দ্র সিং শেখাওয়াত ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত ভ্রমণে শীর্ষ ১০টি দেশের তথ্য তুলে ধরেন। সরকারি ওই তথ্য অনুযায়ী, এ সময়কালে ভারতের এফটিএ-এর শীর্ষ ১০ দেশ হলো— আমেরিকা, বাংলাদেশ, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জার্মানি, ফ্রান্স ও সিঙ্গাপুর।
খবরটি শেয়ার করুন