মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

ভিনিসিয়ুসের লাল কার্ড আর বেলিংহামের পেনাল্টি মিসের পরও জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

ঘটনাবহুল ম‍্যাচ দিয়ে শুরু হলো লা লিগার নতুন বছর। ম‍্যাচ জুড়ে থাকল বিতর্কের অনেক অনুষঙ্গ। উস্কানিতে উত‍্যক্ত হয়ে গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখলেন ভিনিসিউস জুনিয়র। পেনাল্টি মিস করলেন জুড বেলিংহ‍্যাম। ভালেন্সিয়ার বিপক্ষে দিক হারানো দলকে অতলে তলিয়ে যেতে দিলেন না লুকা মদ্রিচ। বদলি নেমে দলকে সমতায় ফেরালেন অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার। যোগ করা সময়ে স্বাগতিকদের উপহার কাজে লাগিয়ে দলকে তিন পয়েন্ট এনে দিলেন বেলিংহ‍্যাম।

ভালেন্সিয়ার মাঠে শুক্রবার রাতের উত্তেজনা ছড়ানো ম‍্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল।

উগো দুরোর গোলে অনেকটা সময় এগিয়ে থেকে দারুণ এক জয়ের আশা জাগিয়েছিল ভালেন্সিয়া। তবে মদ্রিচ সমতা ফেরানোর পর বেলিংহ‍্যামের গোলে ঘুরে দাঁড়ানোর আরও একটি দারুণ গল্প উপহার দিলো কার্লো আনচেলত্তির দল।

শেষের কিছুটা সময় ১০ জন নিয়েও এই জয়ে নতুন বছরে শীর্ষে উঠে এলো রেয়াল। ১৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম‍্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে।

আরো পড়ুন : সাকিবকে ফেরাতে সরকারের সঙ্গে কথা বলবে বিসিবি

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে ভালেন্সিয়াকে চেপে ধরার চেষ্টা করে রিয়াল। তবে একের পর এক ফাউলে বারবার গতি হারায় খেলা।

৫২তম মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। বেলিংহ‍্যামের নিচু গড়ানো শট ফেরে পোস্টে লেগে! স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের হয়ে এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হলেন তিনি।

পেনাল্টির জন‍্য ওই ফাউল যথেষ্ট ছিল কী না তা নিয়ে প্রশ্ন তোলেন ধারাভাষ‍্যকাররা। আবার বেলিংহ‍্যাম শট নেওয়ার আগেই ভালেন্সিয়া গোলরক্ষকের লাইন ছেড়ে বেরিয়ে আসা এবং কয়েক জন খেলোয়াড়ের ডি বক্সে ঢুকে পড়ার পরও ফের শট নেওয়ার সুযোগ না দেওয়ারও সমালোচনা করেন তারা।

৭৯তম মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল। ভালেন্সিয়া গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। ৮৫তম মিনিটে রেয়ালকে সমতায় ফেরান একটু আগে বদলি নামা মদ্রিচ। বেলিংহ‍্যামের দারুণ পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার।

ম‍্যাচের শেষ শটে বদলে যেতে পারত ম‍্যাচের ফল। ভালেন্সিয়া ফরোয়ার্ড লুইস রিয়োহার জোরাল শট পোস্টের উপরের দিকে লেগে ফেরে মাঠে। নতুন কোচ কার্লোস কোর্বেরানের পথ চলা শুরু হল হার দিয়ে। অন‍্য দিকে কঠিন এই লড়াইয়ে ১০ জন নিয়েও জেতার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল রিয়াল।

এস/ আই.কে.জে/     

রিয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন