বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি

সোলজারে শাকিবের সঙ্গে থাকছেন তিশা ও ঐশী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।

তবে এ বিষয়ে চুপ ছিলেন অভিনেত্রী থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্ট সবাই। অবশেষে সোলজার সিনেমায় শাকিবের সঙ্গে তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, শিগগির প্রকাশ করা হবে সোলজার সিনেমায় তিশা ও ঐশীর ফার্স্ট লুক।

৫ই অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে সোলজার সিনেমার শুটিং। শুটিং সেট থেকে তানজিন তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি জানান নির্মাতা।

সাকিব ফাহাদ বলেন, ‘সিনেমার গল্প অনুযায়ী অভিনয়শিল্পীদের নেওয়া হয়েছে। শাকিব খানের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে তানজিন তিশাকে। এটি তার প্রথম সিনেমা। এ নিয়ে আমরা খুব এক্সাইটেড। সারাদেশের মানুষ তানজিন তিশাকে দেখতে চায় বড় পর্দায়। এতে আরও অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আশা করি দর্শক নিরাশ হবেন না।’

সোলজার প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সব ঠিক থাকলে চলতি বছরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল, সিনেমায় নাম লেখাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। বছর দুয়েক আগে খবর ছড়িয়েছিল, শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিশার। তখন খবরটি সত্যি না হলেও শেষ পর্যন্ত শাকিব খানের নায়িকা হিসেবেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।

গত জুলাইয়ে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল ‘ভালোবাসার মরশুম’ নামের টালিউড সিনেমায় অভিনয় করবেন তিশা। এতে তার সঙ্গে থাকবেন বলিউডের শরমন জোশি। এ বিষয়ে তিশা কোনো কথা না বললেও পরিচালক নিশ্চিত করেন তার অভিনয়ের বিষয়টি।

গত সেপ্টেম্বরে শুটিং শুরুর কথা থাকলেও এখনো কোনো খবর পাওয়া যায়নি। গুঞ্জন আছে, ভিসা জটিলতার কারণে সিনেমাটি করা হচ্ছে না তিশার। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঐশীকে সর্বশেষ দেখা গেছে আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ঐশীর বিপরীতে ছিলেন ইয়াশ রোহান। গত বছর আসিফ ইসলামের ‘যাত্রী’ সিনেমায় যুক্ত হওয়ার খবর জানা গেলেও পরে আর কোনো আপডেট পাওয়া যায়নি।

জে.এস/

শাকিব খান তানজিন তিশা জান্নাতুল ফেরদৌস ঐশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250