বায়ার্ন মিউনিখে এসে গোলমেশিন হয়ে উঠেছেন হ্যারি কেইন। নিয়মিত গোল করে গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে মাত্র ১৩ মিনিটে করেছেন হ্যাটট্রিক। তার ঝোড়ো গতির হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে আর বি লাইপজিগকে।
২০২৪-২৫ মৌসুমে ৩৪তম বুন্দেসলিগার শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। এবার দলটি নেমেছে শিরোপা ধরে রাখার মিশনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে! কেইনের ১৩ মিনিটের হ্যাটট্রিকে বায়ার্নের কাছে ৬-০ গোলে হেরেছে লাইপজিগ। কেইন ছাড়া বায়ার্নের অপর গোলগুলো করেছেন তার দুই সতীর্থ মাইকেল ওলিস ও লুইস দিয়াজ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ২৭ মিনিটে ওলিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। এই যে গোলের শুরু বায়ার্নের, এরপর তাদের থামাতে পারেনি লাইপজিগ। ৩২ মিনিটে সার্জিও ন্যাবরির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন দিয়াজ। ওলিস নিজের দ্বিতীয় গোল করেন ৪২ মিনিটে। প্রথমার্ধ বায়ার্ন শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে।
প্রথমার্ধে গোলশূন্য থাকা কেইন জ্বলে উঠেছেন দ্বিতীয়ার্ধে। লাইপজিগের বিপক্ষে নিজের প্রথম গোল তিনি পেয়েছেন ৬৪ মিনিটে। দিয়াজের অ্যাসিস্টে ছয় গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন কেইন।
৭১ মিনিটে ম্যাচে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল লাইপজিগের কাছে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে গোলটি বাতিল করা হয়। ৭৪ মিনিটে কেইন নিজের দ্বিতীয় গোল করেন। ইংল্যান্ডের এই তারকা ফুটবলারকে এবারও অ্যাসিস্ট করেন দিয়াজ। ৭৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন।
কেইন, ওলিস, দিয়াজ—বায়ার্ন মিউনিখের গত রাতে আগস্ট তিন ফুটবলার মিলে ৬ গোল করেছেন, তারা সবশেষ তিনটি দলবদলে প্রিমিয়ার লিগ থেকে বায়ার্নে যোগ দিয়েছেন। যাদের মধ্যে কেইন ২০২৩ সালে টটেনহাম থেকে বায়ার্নে এসেছেন। বায়ার্নে আসার পর গত রাতে ক্লাবটির হয়ে নবম হ্যাটট্রিক করেছেন।
জার্মান ক্লাবটির জার্সিতে কেইন এখন পর্যন্ত ৯৮ ম্যাচ খেলেছেন। ৮৯ গোলের পাশাপাশি ২৬ গোলে অ্যাসিস্ট করেছেন। গত রাতে বায়ার্ন-লাইপজিগ ম্যাচ দিয়েই শুরু হয়েছে ২০২৫-২৬ মৌসুমের বুন্দেসলিগায়। আজ মাঠে নামবে গত মৌসুমের বুন্দেসলিগার রানার্সআপ বায়ার লেভারকুসেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে লেভারকুসেন-হফেনহেইম ম্যাচ।
জে.এস/
খবরটি শেয়ার করুন